সিলভাকে ফেরালেন তাইজুল
স্পোর্টস ডেস্ক : চার উইকেটে ৭০। প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে এমন সংগ্রহ নিয়ে লাঞ্চে যায় শ্রীলঙ্কা। কিন্তু চান্দিমাল আর সিলভার ব্যাটে ক্রমেই প্রতিরোধ গড়ে তুলছিল স্বাগতিকরা। তাদের ৬৬ রানের জুটিটি অবশেষে ভাঙলেন তাইজুল। আগের ওভারে মেহেদীর হাতে রক্ষা পেলেও পরের ওভারে ডি সিলভাকে বোল্ড করে প্যাভিলিঅনের পথ ধরান তাইজুল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে শ্রীলঙ্কা।
শুরুটা করেছেন মোস্তাফিজ আর প্রথম সেশনের শেষটায় ঝলক দেখান শুভাশিস রায়। ব্যক্তিগত ১৩ রান করা গুনারাত্নেকে ফেরান এই পেসার। দিনের প্রথম সাফল্যে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ছিল মিরাজের নামও। দারুণ ক্যাচের বদৌলতে মাঠ ছাড়েন করুনারাত্নে (৭)।
এরপর বল হাতে তুলে নিলেন কুশাল মেন্ডিসের উইকেট। ১১তম ওভারের পঞ্চম বলে উইকেটে দাঁড়িয়ে থাকা কুশালকে বোকা বানান মিরাজ। বল কুশালের চোখ ফাঁকি দিয়ে মুশফিকের গ্লাভসে চলে যায়। সুযোগ পেয়ে মোটেও মিস করেননি দলনেতা। মুহূর্তেই স্টাম্পিং।
শেষমেশ ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন কুশাল। তার আগে দলীয় ৩৫ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন উপল থারাঙ্গা (৭)।
শততম টেস্টের জন্য চার পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাব্বির রহমান, ইমরুল কায়েস এবং তাইজুল ইসলাম। অভিষেক হল মোসাদ্দেক হোসেনের।
বাদ পড়েছেন মুমিনুল হক এবং তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাসের না থাকাটা নিশ্চিত ছিল।
কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা রঙ্গনা হেরাথ। বাংলাদেশ সময় সকাল ১০.৩০টা থেকে ম্যাচটি শুরু হয়। সরাসরি সম্প্রচার করছে টেন ক্রিকেট ও চ্যানেল নাইন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।