মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার মুম্বইয়ে রেস্তোরাঁ খুলবেন জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : কলম্বোয় তার একটা রেস্তোরাঁ রয়েছে। এবার মুম্বইয়েও নিজের রেস্তোরাঁ খুলতে চান জ্যাকুলিন ফার্নান্ডেজ। বান্দ্রায় যেখানে থাকেন জ্যাকুলিন, তার কাছাকাছিই রেস্তোরাঁ খোলার পরিকল্পনা রয়েছে নায়িকার। এ ব্যাপারে তার সঙ্গে পার্টনারশিপে থাকছেন জ্যাকলিনের বন্ধু মিশালি সংহানি। বান্দ্রার জনপ্রিয় পালি ভিলেজ ক্যাফের মালিক মিশালি।

নায়িকার বন্ধুরা বলছেন, রেস্তোরাঁর মেনু ঠিক করার ব্যাপারে খুবই খুঁতখুঁতে নায়িকা। কারণ তিনি নিজে বেজায় স্বাস্থ্যসচেতন! রেস্তোরাঁর অন্দরসজ্জা কী রকম হবে, সেটাও নিজের পছন্দমতো ঠিক করবেন জ্যাকুলিন। আপাতত সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ড্রাইভ ছবি নিয়ে ব্যস্ত তিনি। তার পাশাপাশিই চলছে রেস্তোরাঁ প্ল্যানিং!

এ জাতীয় আরও খবর