সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মসুলে আইএস কমান্ডার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মসুলে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর কমান্ডারকে ইরাকি বাহিনী হত্যা করছে বলে জানিয়েছে দেশটির সরকার। সেখানে আরো জানানো হয়, সরকার বাহিনী মসুলে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছে। কিন্তু আইএস স্নাইপারদের কারণে তাদের বারবার পিছিয়ে আসতে হচ্ছে।

ইরাকি বাহিনী জানায়, আইএসআইএল এর মসুলে থাকা কমান্ডারকে টাইগ্রিস নদী দখলে নেয়ার সময় হত্যা করা হয়েছে। অবস্থানগত কারণে এই ব্রিজটির দখল নিতে দীর্ঘদিন ধরে আইএসের বিরুদ্ধে লড়াই করে আসছে ইরাকি বাহিনী।

দেশটির ফেডারেল পুলিশ জানায়, আবু আবদুল রহমান আল-আনসারি আইএসআইএল এর মসুল এলাকার কমান্ডার ছিল। বাব আল-তম নগরী দখলে নেয়ার জন্য ইরাকি বাহিনী ও মিত্ররা আক্রমণ চালায়। আর এই আক্রমণেই নিহত হয় আইএসআইএল কমান্ডার।

উল্লেখ্য, ইরাকের মসুলে আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনার পর থেকে এখন পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির অনেক নেতাই আত্মসমর্পণ করেছেন। আল জাজিরা।