ঝলমলে গাউনে ফ্যাশনেবল কারিনা
ফ্যাশন সচেতন মানেই যে জিরো ফিগার নয়, সেটা কারিনা কাপুর বেশ ভালো করেই বুঝিয়ে দিলেন! মাতৃত্বজনিত কারণে বেড়ে যাওয়া ওজন এখনও পুরোপুরি ঝরিয়ে ফেলতে পারেননি বলিউডের এই অভিনেত্রী। কিন্তু বাড়তি ওজন নিয়েই জি সিনে অ্যাওয়ার্ডের লাল গালিচায় সপ্রভিত কারিনা কাপুরকে দেখে মুগ্ধ সবাই।
বড় গলার ঝলমলে নেভি ব্লু গাউন পরেছিলেন কারিনা। ফাল্গুনি সেন পিকক- এর লম্বা হাতার গাউনটি লম্বায়ও ছিল মেঝে ছোঁয়া। চুলগুলো একদম সাধারণভাবে ছেড়ে রেখেছিলেন তিনি। এই সাজেই বাজিমাত করেছেন সদ্য মা হওয়া কারিনা।