রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ, নতুন করে দলের নিবন্ধন প্রদানসহ গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে রোডম্যাপের খসড়া প্রণয়নের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মার্চ অনুষ্ঠিতব্য কমিশনের বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। ইসির পরিকল্পনায় ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বা ডিভিএম (ডিজিটাল ভোটিং মেশিন) অন্তর্ভুক্ত রয়েছে। তবে কমিশনের সক্ষমতা ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্বে সোমবার সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে একদফা বৈঠক করেছেন। বুধবার বিষয়টি নিয়ে কমিশন আরেক দফা বৈঠকে বসবে। বুধবারের বৈঠকে খসড়া চূড়ান্ত হতে পারে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, কমিশনের রোডম্যাপে রয়েছে নির্বাচনী আইনের সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটার তালিকা প্রস্তুত, ভোটকেন্দ্র প্রস্তুত, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ এবং ইভিএম বা ডিভিএম প্রস্তুতকরণ।

সূত্র জানায়, কমিশনের খসড়া রোডম্যাপে কোরবানির ঈদের পর চলতি বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ, ডিসেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী আইন সংস্কার, আইনের বিধান অনুসারে ২০১৮ সালের ৩১ জানুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত করা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ করে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্ন করা এবং সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ইভিএম/ডিভিএম প্রস্তুত করার টাইম ফ্রেম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তবে ৩শ আসনে ইভিএম/ডিভিএম ইসির বিবেচনায় থাকলেও রাজনৈতিক দল ‍ও সুশীল সমাজের মতামত এবং কমিশনের সক্ষমতার ওপর বিষয়টি নির্ভর করবে বলে জানা গেছে। এক্ষেত্রে সম্ভব না হলে প্রতীকী হিসেবে এক/দুইটি আসনে এটি ব্যবহার হতে পারে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। আগামী ২৮ মার্চের বৈঠকে ইভিএম’র সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় একাদশ সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র প্রস্তুত করা, মালামাল সংগ্রহ, ভোটের আগে সংক্ষিপ্ত পরিসরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, নির্বাচনী আইন সংশোধনসহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে ইসি সচিবালয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ মঙ্গলবার বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন সচিবালয় থেকে একটি কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। আগামী ২৮ মার্চ এটি কমিশন বৈঠকে উত্থাপন করা হবে। সেটা চুলচেরা বিশ্লেষণ করে কমিশন সংযোজন ও বিয়োজন করে এটি চূড়ান্ত করবে। ’

এ প্রসঙ্গে তিনি আরও জানান, ‘কেবল সংসদ নির্বাচন নয়, কমিশন পাঁচ বছর মেয়াদের মধ্যে কী কী করতে চায়, তারও একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।’

কী থাকছে রোডম্যাপে জানতে চাইলে ইসি মুখপাত্র বলেন, ‘কী থাকছে এটা সুনির্দিষ্ট করে বলতে চাই না। তবে একটি জাতীয় নির্বাচন করতে হলে আলপিন ক্রয় থেকে শুরু করে অনেক কিছুই করতে হয়। কর্মপরিকল্পনায় তার সব কিছুই থাকবে। আর কোন কাজটি কখন করা হবে তার সময়সীমা নির্ধারণ করা হবে।’

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘সিইসি চট্টগ্রামে তো জানিয়ে দিয়েছেন কমিশন সংলাপ করবে। তবে কখন সংলাপটি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

এর আগে সোমবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘কিছু ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলে আমরা দলগুলোর সঙ্গে আলোচনায় বসবো। দলগুলোর উচিত নিজেদের স্বাধীন মনে করা। তারা যদি আমাদের পরামর্শ দেয়, তবে আমরা তা সাদরে গ্রহণ করবো।’

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এ হিসাবে বর্তমান সরকারের মেয়াদ হচ্ছে ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। সাংবিধান অনুসারে সংসদে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী ৯০দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ হিসেবে ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ২০১৮ সালের নভেম্বরের মাঝামাঝিতে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে, ২০১৯ সালের জানুয়ারির প্রথম দিকে ভোট গ্রহণের পরিকল্পনা নিয়ে কাজ ইসি। এক্ষেত্রে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

এ জাতীয় আরও খবর