‘বেগম জান’র ট্রেইলারে নজর কাড়লেন বিদ্যা (ভিডিও)
বিনোদন ডেস্ক : ২০১৫ সালে সৃজিত মুখার্জি নির্মাণ করেছিলেন ভারতীয় বাংলা সিনেমা রাজকাহিনি। ১৯৪৭ সালের দেশ বিভাগের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এ সিনেমার হিন্দি সংস্করণ বেগম জান।
এ সিনেমায় পতিতালয়ের প্রধানের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার মুক্তিকে সামনে রেখে এর আগে প্রকাশ করা হয় পোস্টার। এবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার।
ট্রেইলারের পুরোটাজুড়েই রয়েছেন বিদ্যা বালান। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী আবারো তার অভিনয়ের জাত চিনিয়েছেন। বিদ্যা ছাড়াও রজিত কাপুর, আশীষ বিদ্যার্থী, বিবেক মাশরান, গওহর খান, পল্লবী শ্রদ্ধা ও নাসিরউদ্দিন শাহকে দেখা গেছে। প্রত্যেকেই যে তাদের নামের সুবিচার করেছেন তার আভাস মিলেছে ট্রেইলারে। এ ছাড়া নজর কেড়েছেন চাংকি পান্ডে। প্রশাসনের পক্ষ থেকে দেশ ভাগের সময় বেগম জান ও তার সঙ্গীদের বাড়ি ছাড়া করার দায়িত্ব তাকে দেয়া হয়। কিন্তু বেগম জান তো হাল ছাড়ার পাত্রী নন। শুরু হয় লড়াইয়ের প্রস্তুতি।