মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিটিভির পাঁচটি কেন্দ্র হচ্ছে, সহায়তা দিচ্ছে চীন

news-image

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাঁচটি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করবে সরকার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৯১ কোটি টাকা। এ মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে ৯৮৮ কোটি টাকার জোগান দেবে চীন সরকার।

আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের আওতায় রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে ২০২০ সালের মধ্যে বিটিভির কেন্দ্রগুলো তৈরি করা হবে। একনেক সভায় মোট পাঁচ হাজার ২৩৮ কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আছে- গ্রামের মাটির রাস্তা টেকসই করতে ইট বসানোর (হেরিং বন্ড) প্রকল্প এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প।

একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, গত ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু টয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩১ শতাংশ।

এ জাতীয় আরও খবর