পাওলি দামের ‘মাছের ঝোল’
বিনোদন ডেস্ক : ‘সাহেব বিবি গোলাম’ খ্যাত নির্মাতা প্রতীম ডি গুপ্ত নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘মাছের ঝোল’। এর মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দামকে।
প্রতীম ডি গুপ্ত বলেছেন, খাবারটা খুব গুরুত্বপূর্ণ এই ছবিতে। মূলত একজন শেফকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘মাছের ঝোল’ ছবির গল্প। সে বিদেশে থাকে, কিন্তু কোনও এক বিশেষ কারণে তাকে দেশে ফিরতে হয়। এরপর তার সব পুরনো সম্পর্ক, বাবা-মা পরিবার তাদের কী হয়, তাই নিয়েই ছবি। শেফের চরিত্রটা ঋত্বিক করছে। তবে পাওলির চরিত্র নিয়ে এখন কিছু বলব না। শুধু বলব, তার চরিত্রটি ভীষণ মজার।
‘মাছের ঝোল’ ছবির শ্যুটিং শুরু হবে চলতি মাসের শেষ থেকে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে থাকবেন শুভঙ্কর ভড় এবং সঙ্গীত পরিচালনা করবেন অনুপম রায়।