বৈশাখে আসছে শাকিব বুবলীর অহংকার
বিনোদন প্রতিবেদক : স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের নায়িকা হয়ে সফলতা পেয়েছেন শবনম বুবলী। এরইমধ্যে নায়কের সঙ্গে নতুন একটি ছবির কাজ শেষ করেছেন নায়িকা। তাদের অভিনীত এই ছবির শিরোনাম ‘অহংকার’। এটি পরিচালনা করছেন শাহাদৎ হোসেন লিটন। এতে আরও অভিনয় করেছেন মিজু আহমেদ, সাদেক বাচ্চু, নূতন ও আফজাল শরীফ প্রমুখ। ছবির কাহিনী লিখেছেন আবদুল মাবুদ কাওসার। সম্প্রতি অভিনয় অংশের সব কাজ শেষ করেছেন শাকিব। পরিচালক জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, ‘শাকিব আমার ছবির সব সিকোয়েন্সের পাশাপাশি ডাবিংও শেষ করেছেন। কয়েকটি গানের কাজ দুই-তিনদিনের মধ্যে শেষ করব। এরপরই ছবিটি সেন্সরে জমা দিব। আশা করি এটি ব্যবসাসফল হবে।’
পরিচালকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শাকিব খান বলেন, ‘অহংকার ছবির কাজ প্রায় শেষ। এর কাহিনী দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস। এ ছবির গানের শুটিং হবে দুদিন। এরপরই ১৬ মার্চ থেকে কলকাতায় নতুন একটি ছবির শুটিংয়ে সময় দেব।’