সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির জন্যই ওয়ানডেতে মাহমুদুল্লাহ

news-image

 

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট খেলবে বাংলাদেশ। সেই টেস্টে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ফিরে আসবেন দেশে। দুপুরে এই খবর ছড়িয়ে পড়ে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ খবর জানান। রাতে ঘোষণা করা হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল। সেই দলে দেখা যায় মাহমুদুল্লাহর নাম!
অথচ মাহমুদুল্লাহকে স্কোয়াডের বাইরে রেখে ওই তালিকা নির্বাচকদের পাঠিয়েছিলেন কোচ চন্দিকা হাতুরুসিংহে। শুধু সেটিই নয়, মাহমুদুল্লাহকেও ডেকে নিয়ে কোচ স্পষ্ট জানিয়ে দেন, পরের টেস্টে তো বটেই, ওয়ানডে দলেও নেয়া হবে না তাকে। তবে টি-টোয়েন্টিতে বিবেচনা করা হবে।
কোচের সিদ্ধান্তের সাথে একমত ছিলেন না মিনহাজুলের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক প্যানেল। কিন্তু সেটি নিয়ে কোচের সাথে যুক্তির লড়াইয়ে যাওয়ার ‘দুঃসাহস’ তাদের হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে হয়েও একজন সেই সাহস দেখিয়েছেন।
বিসিবির একটি সূত্র একটি অনলাইন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নির্বাচকদের সাফ জানিয়ে দেন, মাহমুদুল্লাহ দলে না থাকলে শ্রীলঙ্কায় যাবেন না তিনি।
অধিনায়কের করা এমন মন্তব্যর পরেই কোচের অনাপত্তি স্বত্বেও শ্রীলঙ্কা সিরিজের একদিনের আন্তর্জাতিক ম্যাচের স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করতে বাধ্য হন নির্বাচকরা বলে জানিয়েছে ওই অনলাইন সংবাদমাধ্যমটি।