সানির ফিটনেস রহস্যের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক: বলিউড তারকা সানি লিওনকে ঘিরে যেন আগ্রহের শেষ নেই ভক্তদের! পর্দার পেছনের তার জীবন নিয়ে জানতেও ভক্তরা অপেক্ষা করেন। এবার তাদের জন্যই এক রহস্যের সমাধান দিলেন সাবেক এই পর্নো তারকা। জানিয়ে দিলেন তার ফিটনেসের রহস্যটা!
গোটা ভারতে সাদরে পালিত হচ্ছে হোলি। বাদ যাননি বলিউড সেলেবরাও। কিন্তু হোলির দিন ভক্তদের অন্য একটি উপহার দিলেন সানি লিওন।
নিজের সৌন্দর্যের জন্য বরাবরই বিখ্যাত সানি। লাস্যময়ী চেহারার প্রতি অনেকেই আকর্ষিত হন। কিন্তু জানেন কী তিনি কীভাবে নিজেকে এতটা সুস্থ রাখেন?
সোমবার এক এক টুইট বার্তায় নিজের প্রোফাইলে আট সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন এই তারকা অভিনেতী। যেখানে তিনি ব্যায়াম করছিলেন।
ওই ভিডিওর সঙ্গে সানি লেখেন, ‘এই কাজই সকালে আমাকে অনুপ্রেরণা জোগায়।’ সোমবারই হায়দরাবাদে সানি লিওনের একটি শোও রয়েছে। টুইটারে নিজেই সেকথা জানিয়েছেন।
নিজের ফিটনেস রহস্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পরই তা নিয়ে উৎসাহ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।-সংবাদ প্রতিদিন