টেস্টে সেরা অলরাউন্ডার এখন অশ্বিন
স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। এর মাধ্যমে ক্রিকেটের তিন সংস্করণে সেরা অলরাউন্ডার হয়েছিলেন বাংলাদেশের সাকিব। কিন্তু এবার তিন ভুবনে সাকিবের রাজত্ব টিকল মাত্র পাঁচ দিন। গল টেস্টের ব্যর্থতার দাম চুকিয়ে আবার অশ্বিনকে শীর্ষ স্থান ছেড়ে দিতে হয়েছে সাকিবকে।
রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৪৩৪ অন্যদিকে গল টেস্টের দুই ইনিংসে ২৩ ও ৮ রান এবং প্রচুর রান দিয়ে ৩ উইকেট পাওয়ায় সাকিবের রেটিং পয়েন্ট এখন ৪০৩। তিন নম্বরে আছে ভারতেই রবিন্দ্র জাদেজা। তার পয়েন্ট ৩৬০।
এদিকে টেস্টে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ৬২৯ পয়েন্ট নিয়ে তার র্যাংকিং এখন ২৯। আর ৮৬৯ পয়েন্ট নিয়ে টেস্টে সেরা ব্যাটসম্যান এখন ক্যান উইলিয়মসন।