‘এই কাজই আমাকে অনুপ্রেরণা জোগায়’
বিনোদন ডেস্ক : সানি লিওন নিজের সৌন্দর্যের জন্য বরাবরই বিখ্যাত। লাস্যময়ী চেহারার প্রতি অনেকেই আকর্ষিত হন। কিন্তু জানেন কী তিনি কীভাবে নিজেকে এতটা সুস্থ রাখেন? এদিনই টুইটারে নিজের প্রোফাইলে আট সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে তিনি ব্যায়াম করছিলেন। সঙ্গে লেখেন, ‘এই কাজই সকালে আমাকে অনুপ্রেরণা জোগায়। ’ এদিন হায়দরাবাদে সানি লিওনের একটি শোও রয়েছে। টুইটারে নিজেই সেকথা জানিয়েছেন।
এর আগে নারী দিবসের দিন পরিচালক রাম গোপাল বার্মা সানি লিওনকে উল্লেখ করে টুইট করেন। ‘পৃথিবীর সব মেয়েরাই পুরুষদের সানি লিওনের মতো আনন্দ দিক। ’ রামুর এই টুইটের পরেই বিতর্ক সৃষ্টি হয়। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন রাম গোপাল বার্মা। সূত্র: সংবাদ প্রতিদিন