বান্দ্রার রেস্টুরেন্টে লাঞ্চ ডেটে সিদ্ধার্থ-আলিয়া
বিনোদন ডেস্ক : বলিউডের দুই লাভ বার্ডস সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। স্টুডেন্ট অব দ্যা ইয়ার সিনেমা থেকেই তাদের প্রেমকাহিনী নিয়ে পেজ-থ্রির পাতায় বিস্তর লেখালেখি চলছে। কিন্তু দুজনের কেউই প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেনি এখনো। তাতে কি? পাপারাজ্জিরা তো তাদের প্রেমের খবর, ডেটের ছবি তুলতে সবসময় তক্বে তক্কেই থাকে।
রবিবার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রার এক রেস্টুরেন্টে লাঞ্চ ডেটে গিয়েছিল সিদ্ধার্থ-আলিয়া। অনেক লুকোচুরি করলেও শেষপর্যন্ত পাপারাজ্জিদের ক্যামেরার ক্লিক থেকে নিজেদের বাঁচাতে পারেন নি। পাপারাজ্জিরা যে সেখানে বাজপাখির চোখ নিয়ে অপেক্ষায় ছিল দীর্ঘক্ষণ।শুক্রবার অলিয়া ও বরুন ধাওয়ান অভিনীত বাদ্রিনাথ কি দুলহানিয়া ছবিটি মুক্তি পেয়েছে। ইন্ডিয়া টুডে।