শততম টেস্টে ‘বাদ’ রিয়াদ
স্পোর্টস ডেস্ক : কলম্বোয় টাইগারদের শততম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বেশ প্রস্তুতি চলছে। ঐতিহাসিক ওই মুহূর্তে দলের পাশে থাকার জন্য শ্রীলংকায় যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ আরও পাঁচ বোর্ড কর্মকর্তা।
এদিকে শততম টেস্টকে স্মরণীয় করতে টেস্ট দলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। গলের ব্যর্থতা কাটিয়ে উঠে কলম্বোয় ভালো ফল বের করতে দলে সম্ভাব্য দুটি পরিবর্তন আসতে পারে।
এর মধ্যে গল টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পরতে পারেন। টানা আটটি টেস্ট খেলে এবারই প্রথম দল থেকে বাদ পড়ার শংকায় অভিজ্ঞ এই ডান হাতি।
তার জায়গায় খেলতে পারেন ইমরুল কায়েস। বিকল্প ভাবনায় রয়েছেন সাব্বির রহমানও।এছাড়া পেসার শুভাশীষ রয়ের জায়গায় খেলতে পারেন কামরুল ইসলাম রাব্বি।
এর আগে ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট দলে ছিলেন না মাহমুদউল্লাহ।