মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্ভোধন

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে সকাল ১১টায় উপজেলার ১২১ গ্রাম থেকে প্রান্তিক জেলেরা সকালে বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে “জাটকা ইলিশ ধরবো না- দেশের ক্ষতি করবো না” শ্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে র‌্যালী করে।
দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম কে প্রধান অতিথি করে বাঞ্ছারামপুর মিলনায়তনে জেলেদের অংশগ্রহণের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা সুব্রত সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি-আমির, সাংবাদিক আশিকুর রহমান।
বক্তারা, ১১ মার্চ-১৭মার্চ উপজেলার সকল সচেতন নাগরিকদের জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের জন্য আহবান জানান।

 

এ জাতীয় আরও খবর