রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘নেপথ্যে আইএস এবং আল-কায়েদা’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশে জঙ্গিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার পেছনে বৈশ্বিক সন্ত্রাসবাদকে দুষলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি মনে করেন, কিছু বিষয় সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচারের সুযোগ করে দিয়েছে।
আইএসের উত্থান, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা ঘোষণা, মুসলিম উম্মাহ বঞ্চিত হচ্ছে এমন ধারণার নামে তরুণদের অনুভূতি ব্যবহার করতে কিছু অভিবাসীর তৎপরতা, আল-কায়েদা ও আইএসের চিত্তাকর্ষক অনলাইন প্রচারণার সহজলভ্যতা, রাজনীতির নামে সহিংসতার সংস্কৃতি শুরু করা, কিছু রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ইত্যাদি বিষয়গুলো বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের সাম্প্রতিক গতিধারায় অনুঘটক হিসেবে কাজ করছে বলে মনে করেন মনিরুল ইসলাম।
রবিবার (১২ মার্চ) রাজধানীর পাঁচতারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সহিংস জঙ্গিবাদ ও আন্ত:দেশীয় অপরাধ নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক পুলিশ প্রধানদের সম্মেলনে উপস্থাপিত ‘রিসার্জেন্স অব টেরোরিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রবন্ধে এসব কথা বলেন মনিরুল ইসলাম। তিন দিনের এই সম্মেলনে ১৪টি কর্মঅধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করবেন।

জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ এবং সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্যবিনিময়, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় এই সম্মেলনের আলোচনাগুলোতে স্থান পাবে। রবিবার উদ্বোধনের পর দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অন্যটি উপস্থাপন করেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের (আইসিপিভিটিআর) অধ্যাপক ড. রোহান গুনারত্নে।

মনিরুল ইসলাম তার প্রবন্ধে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের বিভিন্ন দিক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার তথা পুলিশ বাহিনীর কঠোর অবস্থানের কথা তুলে ধরে জানান, বাংলাদেশ সরকার সবসময়ই জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে আসছে। তিনি দেশে জঙ্গিবাদের উত্থানকে দুটি ভাগে বিভক্ত করেছেন। প্রথমত, স্বাধীনতা পরবর্তী সময়ে উগ্রপন্থী অর্থাৎ বামপন্থীদের উত্থান এবং দ্বিতীয়ত, সমসাময়িককালে বিপথগামী ধর্মীয় উগ্রপন্থীদের মাধ্যমে সৃষ্ট জঙ্গিবাদ।

২০১৩ সালে ব্লগার হত্যাসহ গত বছর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকে ধর্মীয় উগ্রপন্থীদের মাধ্যমে সৃষ্ট জঙ্গিবাদের উত্থান হিসেবে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ ও নবগঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট কার্যকর ভূমিকা রাখছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়াসহ জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।’

হলি আর্টিজানে হামলার আগে যেসব স্থান রেকি করেছিল জঙ্গিরা
হামলার জন্য হলি আর্টিজান বেছে নেওয়ার আগে জঙ্গিরা আরও কয়েকটি স্থান রেকি করেছিল। এর মধ্যে পাঁচতারা হোটেল, বিদেশিদের ক্লাব, দূতাবাস ও হাইকমিশন, ঢাকার কূটনৈতিক পাড়ার কিছু অভিজাত রেস্তোরাঁ। তবে অন্যান্য স্থানের চেয়ে হলি আর্টিজানে হামলা করাটা ছিল সহজ। রেস্তোরাঁটির অবস্থান, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং অধিকসংখ্যক বিদেশি ক্রেতাদের যাতায়াত থাকায় এই রেস্তোরাঁকেই বেছে নেয় জঙ্গিরা।

‘সহিংস জঙ্গিবাদ ও আন্ত:দেশীয় অপরাধ নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক পুলিশ প্রধানদের এই সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় এক নিবন্ধে এসব তথ্য জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ‘ঢাকা অ্যাটাক: থ্রেটস অ্যান্ড দ্য গর্ভনমেন্টস রেসপন্স’ শীর্ষক নিবন্ধে তিনি উল্লেখ করেন, সন্ত্রাসীরা জানতো পবিত্র রোজার মাসে বিদেশিরা আনুমানিক সাড়ে ৮টার দিকে যেতো।

এজন্য আনুমানিক পৌনে ৯টার দিকে রেস্তোরাঁটিতে গিয়ে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদেশিদের ওপর সম্ভাব্য হামলার আগাম তথ্য গোয়েন্দা কর্তৃপক্ষের কাছে থাকায় কূটনৈতিক এলাকায় বেশ কয়েকটি তল্লাশি চৌকি এবং পুলিশি টহল ছিল। কিন্তু সন্ত্রাসীরা পুলিশি বাধা এড়িয়ে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরাপদ রাস্তা খুঁজে বের করে।

মনিরুল ইসলাম আরও বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ত্রাসীরা দুটি পৃথক দলে ভাগ হয়ে পায়ে হেঁটে হলি আর্টিজানে পৌঁছে যায়। একদলে ছিল দু’জন, অন্য দলে তিন জন। এ কারণে তারা নিরাপত্তা বাঁধা সহজে এড়াতে সক্ষম হয়। কেননা পুলিশ সাধারণত যানবাহন তল্লাশি করে থাকে, পথচারীদের নয়।”

হলি আর্টিজানে জঙ্গি হামলা হওয়ার পেছনে দুর্বলতার কিছু দিক জানিয়েছেন মনিরুল ইসলাম। এর মধ্যে রয়েছে— আগাম গোয়েন্দা সতর্কতায় হুমকি নিয়ে সুনির্দিষ্ট তথ্যের ঘাটতি এবং অনিশ্চয়তা, নজরদারিতে ঘাটতির কারণে পুলিশের চেকপোস্ট এড়িয়ে পাঁচ জঙ্গির হলি আর্টিজানে পৌঁছে যাওয়া, সন্ত্রাসবাদ প্রতিহত করার বিষয়ে স্থানীয় পুলিশের প্রশিক্ষণের ঘাটতি ইত্যাদি। এ ঘটনাকে সরকারের ‘ওয়েক-আপ কল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার আরও হামলার ক্রমবর্ধমান ঝুঁকিকে উপলব্ধি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করেছে।’

এ জাতীয় আরও খবর