বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাফ নদ থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

download-4-6কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে বাংলাদেশের ছয় জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য মতে, এর সংখ্যা চারজন।
সোমবার দুপুরে দুই নৌকাসহ এই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। এঁরা হলেন মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬), সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)। ধরে নিয়ে যাওয়া এই জেলেদের বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায়।
বিজিপির হাত থেকে পালিয়ে আত্মরক্ষা করা জেলে আবদুল আমিন (৩০) ও নূর মোহাম্মদ (৩২) এসব তথ্য জানিয়েছেন।
পালিয়ে আসা জেলেরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেল ৩টার দিকে নৌকা নিয়ে তাঁরা আটজন নাফ নদে মাছ শিকার করতে যান। এ সময় মিয়ানমারের সীমন্তরক্ষী বাহিনী অস্ত্রের মুখে তাঁদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের মিয়ানমারে নিয়ে যাওয়ার সময় নৌকা থেকে নদে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে আসার সময় আরেক জেলে আবদুল আজিজ তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।
এদিকে বাকি ছয় জেলে এখনো মিয়ানমারে বিজিপির কাছে রয়েছে বলে জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, জেলের সংখ্যা চারজন বলে তিনি শুনেছেন। জেলেরা মিয়ানারের জলসীমানায় মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ