বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর ২ সদস্য নিহত : ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

b433ab7d7cfdea0e9a1fcc827239fa4a-gun-fight-photo-28-12-2015এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে : সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু সামছু বাহিনীর ২ সদস্য নিহতবাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলা এলাকায় র‌্যাবের সাথে ঘন্টাব্যাপি বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। বুধবার সকালে সুন্দরবনের বাদামতলা এলাকায় র‌্যাবের অভিযান চলাকালে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২শ ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। নিহতরা হলো সামসু বাহিনীর সদস্য আল আমিন (৪৫) ও হোসেন মোল্লা (৩০)।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবের উপর গুলি বর্ষন শুরু করে। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টা ব্যাপী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান শুরু করে। এ সময়ে বনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১ টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর লাশ উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত দুই বনদস্যুকে আল আমিন ও হোসেন মোল্লা নামে সনাক্ত করে।