মানবতাবিরোধী অপরাধ: জামালপুরের ৮ জনের রায় যেকোনও দিন
নিজস্ব প্রতিবেদক : আল বদর বাহিনীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আশরাফ হোসাইনসহ জামালপুরের আটজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে যেকোনও দিন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
রবিবার মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় যেকোনও দিন দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
একই মামলার ৮ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলী। মুহাম্মদ আশরাফ হোসাইন পলাতক অন্য আসামিরা হলেন- অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ আবদুল বারী, মো. হারুন ও মোহাম্মদ আবুল হাসেম।
পাঁচ অভিযোগে গত বছরের ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল এই ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ৩০ সেপ্টেম্বর আট রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন।
গ্রেফতার শামসুল জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির এবং সিংহজানি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউসুফও একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই দুজন একাত্তরে রাজাকার বাহিনীতে এবং বাকি ছয়জন আলবদর বাহিনীতে ছিলেন বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ।