সাসেক্সে খেলা হচ্ছে না, ফিট হতে লাগবে দেড় মাস
স্পোর্টস ডেস্ক : মোহামেডান আশা করেছিল শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের তৃতীয় রাউন্ডে পাওয়া যাবে মুস্তাফিজুর রহমানকে।তার জন্য অপেক্ষা করে আছে ইংলিশ কাউন্টি দল সাসেক্সও। কিন্তু মোহামেডান তো নয়ই, সাসেক্সেও খেলা হচ্ছে না এ প্রতিভাবান ফাস্ট বোলারের।কারণ মুস্তাফিজের ইনজুরি খুব ছোটখাটো নয়।
দেড় দুই সপ্তাহ নয়, পুরোপুরি ফিট হতে আরো মাস দেড়েন সময় লাগবে তার। সে পর্যন্ত বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। বৃহস্পতিবার এমন দু:সংবাদটাই জানিয়েছেন জাতীয় দলের ট্রেনার মারিও বিল্লাভারায়েন।
মিরপুরে শ্রীলঙ্কান এ টেনার বলেন,‘মুস্তাফিজের ফিটনেসের উন্নতি হয়েছে। কিন্তু এখনও তিনি পুরোপুরি ফিট নন। আরো সময় লাগবে। আমরা তার ফিটনেস নিয়ে কাজ করছি, যাতে করে তিনি মাঠে নামার মতো ফিটনেস ফিরে পান।’
মারিও মনে করেন, মুস্তাফিজ সিরিয়াস হলে একমাসের মধ্যেও ফিটনেস ফিরে পাওয়া সম্ভব। তিনি বলেন,‘ ফিটনেসের ব্যাপারটা খেলোয়াড়ের উপর অনেকটা নির্ভর করে। মুস্তাফিজ যদি বেশি সময় দেয় তাহলে দ্রুত উন্নতি হবে। তবে এই ধরনের অবস্থা থেকে পুরোপুরি সুস্থ হওয়া আদর্শ সময় হচ্ছে এক মাস।’
টি-২০ বিশ্বকাপের পরই দুই মাসের জন্য আইপিএল খেলতে যান মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে ফাইনালের আগের ম্যাচটি খেলা হয়নি। ফিটনেসের ঘাটতি নিয়েই অবশ্য ফাইনাল খেলেন তিনি। ভারত থেকে ৩১ মে তিনি ঢাকায় ফিরেন। এরপর গ্রামের বাড়ি সাতক্ষীরায় সপ্তাহ খানেক কাটিয়ে ৩১ মে ঢাকায় এসে পুর্নবাসন প্রক্রিয়ায় অংশ নেন। তখন বলা হয়েছিল দুই সপ্তাহের আগেই তিনি ফিট হয়ে যাবেন।