রেলের অগ্রিম টিকিট বিক্রি ২২ জুন থেকে শুরু

রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচদিন আগ থেকে রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। টিকেট বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে। ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের টিকেট। ২ থেকে ৫ জুলাইয়ের অগ্রিম টিকেট যথাক্রমে ২৩ থেকে ২৬ জুন সংগ্রহ করা যাবে। ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে এ টিকেট বিক্রি হবে। একজন যাত্রী চারটির বেশি টিকেট কিনতে পারবেন না। এছাড়া বিক্রীত টিকেট ফেরত নেওয়া হবে না। বরাবরের মতো এবারো ঈদ উপলক্ষে সাত জোড়া স্পেশাল ট্রেন আগামী ৩ জুলাই থেকে চলাচল শুরু করবে।
তিনি বলেন, ঈদ-পরবর্তী ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামী ৪ জুলাই থেকে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকিট। ৪ জুলাই বিক্রি হবে৮ জুলাইয়ের টিকেট। ৯ থেকে ১২ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে যথাক্রমে ৫ থেকে ৮ জুলাই। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতি টিকেট বিক্রি হবে।
রেলপথমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদে যাত্রী চলাচলে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য রেলওয়ে স্টেশন ও স্টেশনসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। রাজধানীর কমলাপুর স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি ও স্থানীয় পুলিশ, র্যাব টিকেট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক পাহারায় থাকবে। এছাড়া জেলা প্রশাসকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
রেলের ডিজি আমজাদ হোসেন বলেন, কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন ৪৩ হাজার টিকেট বিক্রির সক্ষমতা রয়েছে আমাদের। আরো ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি হবে। অর্থাৎ মোট ৫৩ হাজার টিকেট বিক্রি হবে। সংবাদ সম্মেলনে রেলপথ সচিব ফিরোজ সালাহ উদ্দিনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।