সাঁড়াশি অভিযানে মোট আটক ১১ হাজারের বেশি
জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের ৪র্থ দিনে ৩ হাজার ১১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার থেকে শুরু হওয়া এ অভিযানে মোট আটকের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
৪র্থ দিনে আটক হওয়াদের মধ্যে ২৬ জনের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আছে। ঐদিন, ময়মনসিংহের মুক্তাগাছায় জেএমবির শীর্ষ নেতা গরিবুল্লাহ মৌলভীকে আটক করে পুলিশ। তিনি জঙ্গি নেতা বাংলাভাইয়ের সহযোগী ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিনে, রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় বেশকিছু জিহাদি বই ও চাপাতি। ইনডিপেন্ডেন্ট টিভি