‘বিচারক নিয়োগে বিধিমালা করার নির্দেশ দিতে পারেন আদালত’
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আদালত সরকারকে আইন বা বিধিমালা করতে নির্দেশ দিতে পারেন বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।আজ রোববার শুনানি শেষে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ঠিক করেছেন আদালত। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ওপর রুলের শুনানিতে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। শুনানিতে এএফ হাসান আরিফ আদালতকে বলেন, ‘সংবিধানের ৯৫ (২) (গ) অনুচ্ছেদ অনুসারে বিচারক নিয়োগের যোগ্যতা আইনের দ্বারা নির্ধারিত হবে। নিয়োগের কর্তৃপক্ষ রাষ্ট্রপতি, তিনি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেবেন। এ বিষয়ে সরকারকে আইন বা বিধি করতে আদালত নির্দেশ দিতে পারেন। এর আগে গত ২৭ মে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে এএফ হাসান আরিফ মতামত উপস্থাপন শুরু করেন। গত ১৮ মে বিচারক নিয়োগের নীতিমালার ওপর হাইকোর্টের জারি করা রুলের শুনানিতে মতামত উপস্থাপন করতে ৭ অ্যামিক্যাস কিউরিকে নোটিস দেন হাইকোর্ট।
এই ৭ অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হলেন, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এএফ হাসান আরিফ।
গত ১০ ও ১২ মে বিচারক নিয়োগের নীতিমালার ওপর শুনাতি অনুষ্ঠিত হয়। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগিব রউফ চৌধুরী এ রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে ২০১০ সালের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না, তা জানাতে রুল জারি করেন।
তখন ব্যারিস্টার হাসান এম এস আজীম সাংবাদিকদের বলেছিলেন, ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে সকলে অংশ নিতে পারেন। পরে রিট মামলাটি শুনানির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে ছিল।