১৩শ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি
আন্তর্জাতিক ডেস্ক :ইতালির উপকূলীয় রক্ষীরা জানিয়েছে, শনিবার তারা সাগর থেকে ১৩৪৮ জন শরণার্থীকে উদ্ধার করেছে। সিসিলি ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী এলাকাগুলোতে ১১টি ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে তারা এসব বিপদাপন্ন লোকজনকে উদ্ধার করেছে। এ নিয়ে গত তিন দিনে উদ্ধার হয়েছে ৩ হাজারের বেশি শরণার্থী।গত বৃহস্পতিবারও উপকূলীয় রক্ষীরা ১৫টি নৌকা থেকে দু হাজারের মত লোকজনকে উদ্ধার করেছে।
গত তিন বছর ধরে ইউরোপ জুড়ে যে শরণার্থী সঙ্কট চলছে তার জের টানতে হচ্ছে ইতালিকেও। কেননা সিরিয়া ও উত্তর আফ্রিকা থেকে ইউরোপের প্রবেশপথ হচ্ছে এই দেশটি। চলতি বছর ইতিমধ্যে ৫০ হাজারের মত শরণার্থী ইতালির সাগরতীরে এসে পৌঁছেছে। শরণার্থীদের এ সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ১০ ভাগ বেশি।