বাঁধাকপি তৈরি হচ্ছে কারখানাতেই! (ভিডিও)
অনলাইন ডেস্ক : প্রযুক্তি আনেক এগিয়েছে। কিন্তু তার ব্যবহার করে কৃত্রিম খাদদ্রব্য তৈরি করা! অবাক লাগলেও এটা সত্যি।
কৃত্রিম উপায়ে চীনের তৈরি চাল বাজারে আসার অভিযোগ আগেই উঠেছে। প্লাস্টিক থেকে চাল তৈরি করে হৈ চৈ ফেলে দিয়েছিল চীন। নকল ডিম তৈরি করেও উদ্বেগ তৈরি করে চীন।
এবার জাপানের বিরুদ্ধে নকল সবজি তৈরির অভিযোগ উঠেছে। কারখানায় তৈরি হচ্ছে বাঁধাকপি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
এই নকল বাঁধাকপি তৈরি করতে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহৃত হচ্ছে। জলে তরল রাসায়নিক ঢেলে বাঁধাকপির পাতা তৈরি করা হচ্ছে। এরপর আলাদা আলাদাভাবে পাতাগুলো মুড়ে আস্ত বাঁধাকপি বানানো হচ্ছে।
আসলে দেখলে বোঝাই যাবে না ‘আসল’ না ‘নকল’। একইভাবে লেটুস পাতাও তৈরি হচ্ছে। তবে এসব ভারতীয় বাজারে এসেছে বলে কোনও অভিযোগও নেই। এবেলা
https://youtu.be/Q1wcIPw_2Gk