নিহত পুরোহিতের বাড়িতে দুই ভারতীয় কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে গিয়েছেন ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। আজ বুধবার বেলা ১১টার দিকে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্য) রাজেশ উইকি ও ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার) রমা কান্ত গুপ্ত সেখানে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।
এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কাঞ্জিলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বাবু কনক কান্তি দাস, ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সুবীর কুমার সমাদ্দার উপস্থিত ছিলেন। ভারতীয় দুই কর্মকর্তাকে কাছে পেয়ে নিহত আনন্দ গোপালের স্ত্রী শেফালী গাঙ্গুলী, মেয়ে মিনা গাঙ্গুলী, অর্চনা গাঙ্গুলীসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। রাজেশ উইকি ও রমা কান্ত গুপ্ত তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন। তারা পরিবারটির সঙ্গে আছেন বলে জানান।