প্রকাশ হলো সুলতানের নতুন গান (ভিডিও)
বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন ছবি ‘সুলতান’। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলারসহ বেশ কয়েকটি গান। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির আরো একটি গান।
‘জাগ ঘুমেয়া’ শিরোনামে গানটিতে রোমান্স করতে দেখা গেছে বলিউডের রূপালি পর্দায় প্রথমবারের মতো অভিষেক করা সালমান খান ও আনুশকা শর্মাকে। জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফাতেহ আলী খানের গাওয়া ‘জাগ ঘুমেয়া’ গানটির সুর এবং সংগীত করেছেন বিশাল-শেখর। গানের কথা লিখেছেন ইরশাদ কামিল।
জানা যায়, আর কিছুদিন পর গানটির আরো একটি সংস্করণ প্রকাশ করা হবে, যেটিতে কণ্ঠ দিয়েছেন সালমান খান নিজে।