মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাথুরুসিংহে বললেন বাংলাদেশের সামনে স্বর্ণযুগ

Hatuস্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এই দুই বছরে তাঁর অর্জনের খাতা যথেষ্টই সমৃদ্ধ। বাংলাদেশ প্রথমবারের মতো খেলেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, জিতেছে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ। তবে বাংলাদেশের কোচ বলছেন, এটিই সেরা সময় নয়; বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ আসছে সামনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে কাল রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। আজ দুপুরে এলেন বিসিবি কার্যালয়ে। সেখানেই বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্নের কথা বললেন হাথুরু, ‘আগামী ২-৩ বছর হবে বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহদের মতো খেলোয়াড়েরা আছে এই দলে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার এখনই সময়। এটা যেমন রোমাঞ্চকর হবে, তেমনি হবে চ্যালেঞ্জিং। আমাদের বিদেশের মাটিতেই বেশি খেলতে হবে। গত দুই বছর দেশের মাটিতে বেশি খেলেছি। আমাদের দেখাতে হবে বাংলাদেশ ক্রিকেট কতটা উন্নতি করেছে।’

আগামী ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে মাশরাফিদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ এটি মাথায় রেখেই তৈরি করতে চান বাংলাদেশ দলকে, ‘আমরা স্বাগতিক ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাচ্ছি। কঠিন গ্রুপেই পড়েছি। আমাদের এগিয়ে যেতে হবে, ভালো প্রস্তুতি নিতে হবে। এর জন্য আমাদের পরিকল্পনা তো আছেই। তৈরি হতে একটু আগেভাগে আয়ারল্যান্ডে যাব। এরপর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেলব।’

মুস্তাফিজুর রহমানের সাসেক্সে যাওয়া না–যাওয়া নিয়ে কদিন ধরে নানা আলোচনা। বাংলাদেশের বাঁহাতি পেসারের কাউন্টি খেলার বিষয়ে হাথুরুর মতামত খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের কোচ অবশ্য এ নিয়ে পরিষ্কার কিছু বলতে চাইলেন না, ‘তার সাসেক্সে যাওয়াটা আসলে কোনো বিষয় নয়। এটা মিডিয়ার ইস্যু, মুস্তাফিজের নয়।’

এ জাতীয় আরও খবর

৩ উইকেট তুলে বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

নাসিরনগরে ইউপি সদস্য  হিসেবে শপথ নিলেন সাড়ে তিন বছর আগে ঘোষিত ‘পরাজিত প্রার্থী’

হাওর রক্ষায় সরকার কাজ করছে: পরিবেশ উপদেষ্টা

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে

ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবে একমত বিএনপি

ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’

মিরাজরাই হাসতে চান শেষ হাসি

যুদ্ধবিরতি নিয়ে আশা ও সংশয়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

শুল্ক ইস্যুতে ড. ইউনূসকে চিঠিতে যা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প

মুরাদনগরের মা, ছেলে ও মেয়েকে হত্যার মামলা ডিবিতে