রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী ৪ ব্লগারকে ফের হত্যার হুমকি আনসারুল্লাহর

 
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী ৪ ব্লগারকে ফের হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। সালাউদ্দিনের ঘোড়া নামে অন্য একটি ফেসবুক পেজ থেকে ৪ ব্লগারের ছবি প্রকাশ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।সোমবার রাতে নিজেদের আনসার আল ইসলাম দাবি করে ওই পেজে এ পোস্ট দেওয়া হয়।

aaaaa pic_129906

 

যে চারজনের ছবি প্রকাশ করে হুমকি দেওয়া হয়েছে তারা হলেন- আসিফ মহিউদ্দিন, অনন্য আজাদ, সানিউর রহমান ও শাম্মি হক। তাদের মধ্যে ব্লগার আসিফ ও সানিউরের নামের পাশে দ্বিতীয় পর্ব লেখা হয়েছে। কারণ এর আগেও তারা জঙ্গি হামলার শিকার হয়েছিলেন। এ চারজন ব্লগারই বর্তমানে প্রবাসে রয়েছেন।

পোস্টে বলা হয়, এবারের টার্গেট এই কাফেররা। প্রবাসের মাটিতেই তোদের জবাই করা হবে। ইনশাআল্লাহ।

১১ ঘন্টা আগে সালাউদ্দিনের ঘোড়া নামের ওই পেজে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায় আইএস’র সমর্থকরা অস্ত্রসহ একটি মসজিদে বসে আছে। ছবির পাশে ক্যাপশনে লেখা: আল্লাহ আমাদের দেশের মসজিদগুলোও এভাবে খোরাসানের মতো মুজাহিদীন দ্বারা পূর্ণ করে দিক। আমিন।

এ ছাড়া সোমবার ওই পেজে দেশের একটি দৈনিক পত্রিকায় ছাপা প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে তার পাশে লেখা হয়, ‘শেকড় খুঁজে কোনও লাভ হবে না। পরবর্তী টার্গেটও ব্যর্থহীনভাবে হিট করবে ইনশাআল্লাহ।

কোনও প্রাইভেট গানম্যান, ২০-২৫ স্তরের পুলিশি নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা কোনও কিছুই আল্লাহর রাস্তার মুজাহিদিনদের রুখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম বিরোধী কাজ থেকে ইস্তফা দেওয়াই হবে নাস্তিক-মুরতাদদের একমাত্র রক্ষাকবজ।’

এতে বলা হয়, ‘সমস্ত ইসলামবিদ্বেষী নাস্তিক-মুরতাদ যারা আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা.) ও আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করবে, গালি-গালাজ করবে, কটূক্তি করবে তারা সবাই আমাদের টার্গেট। ইনশাআল্লাহ আমরা তাদের হত্যা করবো।

এর আগে গত ২০ মে সালাউদ্দিনের ঘোড়া নামের অপর একটি ফেসবুক পেজ থেকে নারায়নগঞ্জের কল্যান্দী এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বাবা ও স্ত্রীর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন অভিষেক

সব সময় বুক ধড়ফড় করা কঠিন রোগের লক্ষণ নয় তো?

দুই জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ, বাড়তে পারে শীত

বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে

চলনবিলের হলুদ ফুলে মুগ্ধ পর্যটক, মৌমাছি-পাখিরা

বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়ছে উত্তেজনা

রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, ফেয়ার গেম উপহার দিতে চাই: সিইসি

হামাস জিম্মিদের তালিকা না দিলে যুদ্ধবিরতি নয়

সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে: ফখরুল

চেক প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথমদিনই নির্বাহী আদেশের রেকর্ড ভাঙবেন ট্রাম্প