বাঞ্ছারামপুরে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আ’লীগের মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য এরসাদ আলী আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র ছিনতাই এর চেষ্টার অভিযোগ করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করতে নানা ভাবে হুমকি-ধামকি ও প্রানণাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এরসাদ আলী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী এরসাদ আলী সাংবাদিকদের জানান, আমার প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল মতিন আমার কাছ থেকে গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মনোনয়নপত্র ছিনতাইয়ের চেষ্টা চালান। সে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আমাকে নানা ভাবে হুমকি-ধামকি এমনকি হত্যা করারও হুমকি দিচ্ছে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছি। অভিযুক্ত আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি এরসাদ আলীকে হত্যা কিংবা গুম করার হুমকী-ধামকি দেইনি। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এরসাদ আলীর সাথে আমার দেখা হয়নি। রিটার্নিং কর্মকর্তা (ছলিমাবাদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবু তৌহিদ জানান, ছলিমাবাদের এরসাদ আলী নামের এক চেয়ারম্যান প্রার্থী একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করতে থানায় পাঠিয়ে দিবো। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, ছলিমাবাদের চেয়ারম্যান পদে এক প্রার্থী অন্য প্রার্থীকে তার মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকির অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বলে শুনেছি।