বিজয়নগরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দাউদপুর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল সহ প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মদ নিজামী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এড.তানভীর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাজী আক্তার হোসেন, হোসেন মোহাম্মদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, আওয়ামীলীগ নেতা অশোক রায় চৌধুরী, মহিলা নেত্রী টুনি বেগম, ডলি রানী, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ কাউছার, আলামিন, জাতীয় পার্টির সভাপতি মোঃ দুলাল, সাধারন সম্পাদক এমদাদ বারী, ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার, সহ-সভাপতি সুনির্মল, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমীর মাহমুদ ভূঁইয়া ও শামীম মিয়া প্রমুখ।