বিজয়নগরে মরা গরুর মাংস বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ১০ দিনের কারাদন্ড
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট বশিরুল হক ভূইয়া তাদেরকে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব মিয়ার পুত্র মোঃ চান মিয়া-(৩৫) ও একই ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের সেনু মিয়ার পুত্র মোঃ সিদ্দিক মিয়া-(৪০)। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার ডালপা গ্রামের নুরুল হকের একটি গরু মারা যায়। পরে কয়েক ব্যবসায়ী মরা গরুটি কিনে আনে। গত বুধবার সকালে উপজেলার আউলিয়া বাজারে মরা গরুর মাংস বিক্রির সময় স্থানীয় দুই জনপ্রতিনিধি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ৫০ কেজি মাংসসহ তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় শাহ আলম ও আবু তাহের নামে দু’জন ব্যবসায়ী পালিয়ে যায়। সন্ধ্যায় পুলিশ তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশিরুল হক ভূইয়ার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রসুল আহমেদ নিজামী বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদেরকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।