বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগর ফান্দাউক দরবার শরীফের বার্ষিক মাহফিল সম্পন্ন : দরবার শরীফের মাহফিল ঘিরে উৎসব আবহ

Untitled-26আকতার হোসেন ভুইয়া:  নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকসে বন্দী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকসে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ২ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে  রবিবার শেষ হয়েছে। বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করবেন গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ (মামুন) । এবারের মাহফিলে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত সন্ধ্যা বিধৌত ফান্দাউক দরবার শরীফে প্রায় এক ঘন্টা মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য কামনাসহ দেশ ও জাতির স্বার্থে ঐক্যের পাশাপাশি দলমত নির্বিশেষে দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ হতে পরম করণাময় আল্লাহর দরবারে শান্তি কামনা করা হয়। ঈমান ও ইসলাম নিয়ে বাচাঁর জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়।ব্রাহ্মনবাড়িয়ার প্রত্যন্ত জনপথ নাসিরনগরের ফান্দাউক। এ গ্রামে দু,দিন ব্যাপী মাহফিলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুক্রবার বিকেল থেকে । এখানকার যোগাযোগ ব্যবস্থা ভাল । মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে সামিয়ানা টানানো হয়। বিশাল প্যন্ডেল টানানো হয় আশেকানদের জন্য। বন বিছিয়ে হাজার হাজার ভক্ত মুরিদান বসে বয়ান শুনেন। তাদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ১০/১২জন পল্ল¬ী চিকিৎসক নিয়োগ দেয় দরবার শরীফ কর্তৃপক্ষ। ব্রাহ্মনবাড়িয়া, হবিগঞ্জ, কিশোর গঞ্জ, ভৈরব, আশুগঞ্জ, নাসিরনগর, সহ বিভিন্ন স্থ্না থেকে হাজার হজার মানুষের সমাগম ঘটেছে এখানে। আড়াই শতাধিক শৈচাগার নির্মান করা হয়। ৫ হাজার লোক এক সাথে খাবার খাওযার ব্যবস্থা করা হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুরে বিশাল প্যান্ডেল নির্মান করা হয। আর এর পুরোটাই করা হয় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে। এক পাশ থেকে অন্যপাশ দেখা যায় না। মাহফিলকে ঘিরে অস্থায়ী ভিত্তিতে ছোট বড় কয়েক,শ দোকান গড়ে উঠে। দূরের আশেকানদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের কক্ষ গুলোতে ছিল বেশ কিছু অতিথি। এ মাহফিলকে ঘিরে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। লাখো মুসল্লীর উপস্থিতিতে মূখরিত সন্ধ্যা বিধৌত ফান্দাউক দরবার শরীফ ।

এ জাতীয় আরও খবর

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা: ইনডিপেনডেন্ট

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

১৪ রানের পরাজয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৯৬৪, দুজনের মৃত্যু

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল