বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইমাম-খতিবরা হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানী

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘ইসলাম আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা শিখিয়েছে। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা ইমাম এবং খতিবদের পক্ষে সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ইমাম এবং খতিবরা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী ব্যাক্তিত্ব। আপনাদের নেতৃত্বের কারণেই সমাজে আলো ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি নির্ভর করে। যেটা একজন রাজনীতিবিদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়।’

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ইমারা সেই প্রজ্ঞাবান এবং জ্ঞানী ব্যক্তি, যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন অন্ধকার থেকে আলোর উম্মোচন করে দেয়। এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বিগত কিছু বছর আপনারা যেমন বাধাগ্রস্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আলো ছড়িয়ে দিতে পারেননি, আমরা রাজনৈতিক দলগুলোও সেখান থেকে বঞ্চিত ছিলাম। বঞ্চিত ছিলাম বলেই, সবাই মিলে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকায় অবতীর্ণ হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক দল, একেকজন একেক আদর্শের অনুসারী। কিন্তু দেশের গণতন্ত্র, দেশের জন্য, সমাজের জন্য দিন শেষে আমাদেরকে সেই ঐক্যকে সুদৃঢ় ঐক্যের মধ্যেই রাখতে হবে। কেননা আমাদের উদ্দেশ্য সুন্দর একটি বাংলাদেশ গড়া।’

সাধারণ জনগণের সচেতনা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জুমার দিন খুতবার মাধ্যমে সচেতনা বৃদ্ধি করা এবং এই সচেতনতার মধ্য দিয়ে সমাজ উপকৃত হচ্ছে। সেখানে শিক্ষা, স্যানিটেশন, স্বাস্থ্য এবং সন্ত্রাস এবং মাদকবিরোধী কথাগুলো যদি আপনারা সবসময় উঠিয়ে নিয়ে না আসেন, তাহলে এই সমাজ যে অন্ধকারে ছিল, সেই অন্ধকারের দিকেই যাবে। আমরা এদেশের সাধারণ মানুষ সবাই মিলেমিশে থাকার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদেরকে এ লড়াই সংগ্রাম করেই যেতে হবে।’

তিনি আরও বলেন, এখন যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়েছে। এ সময়টি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এটাকে ওভারকাম করে টার্গেটে পৌঁছার জন্য নিজেদের নীতি-নৈতিকতা যেন অবক্ষয় না হয়। মাদকমুক্ত সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই। মাদক আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। যেখানে যায় পুরো দেশে মনে হয় মাদক একটা এজেন্সি দিয়ে কাজ করছে। এখান থেকে এই সমাজকে যদি মাদকমুক্ত করতে না পারি তাহলে দিনের পর দিন আমাদের ভালো দিকগুলো হারিয়ে যাবে। যতই রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করি, যতই নাগরিক উন্নয়নের কথা বলি, ইজ্জত সম্মান যদি না থাকে, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে যাব।’

 

এ জাতীয় আরও খবর

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভোট সামনে রেখে ডিসি পদে আসছে নতুন মুখ

নিজেদের নীতিমালাই মানেনি বিমান

মেট্রোরেল নির্মাণে গুরুত্ব পায়নি ঝুঁকি-মূল্যায়ন

সহপাঠীদের গোপন ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠান বাকৃবি ছাত্রী

ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সিটি ইউনিভার্সিটির মামলায় ১০০০, ড্যাফোডিলের মামলায় ২৫০ আসামি

নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের

নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

যে কারণে ‎কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম

রেফারিকে কখনো গোল দিতে দেখিনি: সালাহউদ্দিন আহমদ