বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভোট সামনে রেখে ডিসি পদে আসছে নতুন মুখ

news-image

তাওহীদুল ইসলাম
জেলা প্রশাসক পদে আসছে নতুন মুখ। এরই মধ্যে একটি ফিটলিস্টও করা হয়েছে। তবে নতুন করে আবার সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এবার ২৯তম ব্যাচ থেকে উপসচিবদের ডিসি করার জন্য ফিটলিস্ট করা হচ্ছে। আজ বুধবার ২০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিটলিস্ট করতে এ সাক্ষাৎকার নিচ্ছে সরকার।

দেশে গত ১৬ বছর ছিল লোক দেখানো নির্বাচন। আগামী নির্বাচনে ভোটারদের যেন একটি ভালো অভিজ্ঞতা হয়, সেজন্য মাঠ প্রশাসন সাজানোর চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সেই অর্থে দক্ষতার পরিচয় মিলছে না। সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এ জন্য ২৮ ও ২৯ ব্যাচ থেকেও ডিসি পদায়নের ফিটলিস্ট হচ্ছে। বর্তমানে ২৪তম, ২৫তম এবং ২৭তম বিসিএসের কর্মকর্তারা জেলা প্রশাসক পদে দায়িত্বে আছেন। যুগ্ম সচিব হওয়ার পরও ২০ জেলায় ৭ মাস ধরে ডিসি পদে আছেন পর্যায়ক্রমে তাদের সরানো হবে। নির্বাচন ছাড়াও জেলায় ডিসি-এসপিদের

অনেক ধরনের দায়িত্ব রয়েছে। সরকারের প্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা সমন্বয়সহ জেলার প্রায় সব সরকারি কাজের কেন্দ্রবিন্দুতে থাকেন ডিসিরা। এসব পদের দায়িত্বে যারা থাকবেন, তাঁদের ওপরই জেলার অনেক কিছু নির্ভর করে। সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।

প্রাপ্ত তথ্যমতে, ২৪ ও ২৫তম বিসিএসের কর্মকর্তারা বিগত বিএনপি নেতৃত্বাধীন সরকারের (২০০১-০৬) আমলে চাকরিতে যোগ দিয়েছিলেন। এক-এগারোর পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের (২০০৭-০৮) আমলে ২৭তম বিসিএসের কর্মকর্তারা চাকরিতে যোগ দেন। মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে ‘যোগ্য’ কর্মকর্তাদের আনার চেষ্টা চলছে। এ জন্য নতুন করে ২৮ ও ২৯তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কিছুসংখ্যক কর্মকর্তাকে ডিসি পদে নিয়োগের চিন্তা-ভাবনা চলছে।

সংশ্লিষ্টরা জানান, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতি হয়েছিল। বিপুলসংখ্যক তরুণ ভোটার ভোট দিতে পারেননি। এবার অনেকেই প্রথমবার ভোট দেবেন। তাদের বিষয়টি মাথায় রেখে ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের পৃথক ভোটার তালিকা ও আলাদা ভোটিং বুথ নিয়ে ভাবা হচ্ছে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক পরিবেশও তৈরি করা দরকার। এর অংশ হিসেবে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। তাই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও পদে পরিবর্তন আসছে পর্যায়ক্রমে। যদিও এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হকের বক্তব্য মেলেনি।

 

এ জাতীয় আরও খবর

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

নিজেদের নীতিমালাই মানেনি বিমান

মেট্রোরেল নির্মাণে গুরুত্ব পায়নি ঝুঁকি-মূল্যায়ন

সহপাঠীদের গোপন ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠান বাকৃবি ছাত্রী

ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সিটি ইউনিভার্সিটির মামলায় ১০০০, ড্যাফোডিলের মামলায় ২৫০ আসামি

ইমাম-খতিবরা হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানী

নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের

নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

যে কারণে ‎কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম

রেফারিকে কখনো গোল দিতে দেখিনি: সালাহউদ্দিন আহমদ