মায়ের শাড়ির প্রথম ভাগীদার ফারিণ
বিনোদন প্রতিবেদক : টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথাও তুলে ধরেছেন।
ক্যাপশনে শৈশবের স্মৃতি টেনে ফারিণ লিখেছেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব।’
মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও জানান, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হন তিনি। ফারিণের ভাষ্য, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’
ফারিণের কাছে পৃথিবীর সব দামী ব্রান্ডের চেয়েও মায়ের আলমারির থাকা শাড়িগুলোই বেশি সুন্দর। অভিনেত্রী ভাষ্য, ‘আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলা। আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়তো এমনি।’
উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্যদিয়ে ছোটপর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসের নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।











