বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অস্থায়ী রেখাই হচ্ছে ইসরায়েলের স্থায়ী সীমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা দখলের নতুন পাঁয়তারা করছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় যতটুকু সীমানার মধ্যে ইসরায়েলি বাহিনীর থাকার কথা, এর চেয়েও বেশি এলাকায় নিয়ন্ত্রণ করার পাঁয়তারা করছে তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপে ইসরায়েল গাজার উত্তর, দক্ষিণ এবং পূর্বের দিকে চলে যাওয়া একটি নির্ধারিত সীমানার মধ্যে সরে যেতে রাজি হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে প্রকাশিত নতুন ভিডিও এবং স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েল হলুদ লাইন থেকে গাজার আরও ৫২০ মিটার ভেতর পর্যন্ত সীমানা চিহ্নিতকারী হলুদ কংক্রিট ব্লক বসাচ্ছে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল নির্ধারণের জন্য তারা এ কাজ করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইসরায়েলের সেনাবাহিনীর প্রকাশিত মানচিত্রে আলাদা করা সীমানাকে হলুদ লাইন চিয়ে চিহ্নিত করায় লাইনটি ‘হলুদ লাইন’ (ইয়েলো লাইন) নামেই পরিচিতি পায়।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য, ‘হলুদ লাইন চিহ্নিত করতেই হলুদ রঙের পিলার বসিয়ে কংক্রিট ব্লক বসানোর কাজ শুরু হয়েছে।’

উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তিতে প্রস্তাবিত এলাকার চেয়ে বেশি এলাকাজুড়ে ইসরায়েলের হলুদ লাইন চিহ্নিতের কর্মকাণ্ডে এই অস্থায়ী রেখাটাই এখন নতুন স্থায়ী সীমানা হয়ে উঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে, যা ফিলিস্তিনের ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

হলুদ লাইন চিহ্নিত করতে হলুদ কংক্রিট ব্লক বসানোর নির্দেশদাতা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, ‘এই লাইন কেউ পার হলেই গুলি করা হবে।’

এদিকে দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, হলুদ লাইন কার্যত গাজাকে দুই ভাগে ভাগ করেছে। পশ্চিমাংশে হামাস তার আধিপত্য নতুন করে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। অপরদিকে, গাজার পূর্বাংশ এবং উত্তর ও দক্ষিণ সীমান্তজুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নতুন সামরিক পোস্ট গড়ে তুলছে এবং রেখার কাছে যে কেউ এগোলে গুলি চালাচ্ছে, সেখানে হলুদ চিহ্ন থাকুক বা না থাকুক।

খান ইউনিসের উত্তরে আল-কারারার এক বাসিন্দা মোহাম্মদ খালেদ আবু আল-হুসেইন বলেন, ‘আমাদের এলাকায় এই হলুদ রেখাগুলো স্পষ্ট না। কোথা থেকে শুরু, কোথায় শেষ, আমরা জানি না। বাড়ির কাছে গেলেই চারদিক থেকে গুলি শুরু হয়, মাথার ওপরে ড্রোন ঘুরে বেড়ায়।’

তিনি বলেন, ‘একদিন বন্ধুর সঙ্গে ছিলাম। হঠাৎ গুলি শুরু হলো। আমরা মাটিতে পড়ে থাকলাম। বাড়ি পৌঁছাতে পারিনি। মনে হয় যুদ্ধ এখনো শেষ হয়নি। এমন যুদ্ধবিরতির কি মানে যদি আমরা নিরাপদে ঘরেই না ফিরতে পারি?’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, ‘গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ আমাদের হাতেই রাখব। কোথায় ও কখন শত্রুদের ওপর হামলা চালানো হবে এবং কোন দেশ যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সেনা পাঠাতে পারবে, তা ইসরায়েল নিজেই নির্ধারণ করবে।’

নেতানিয়াহু মন্ত্রিসভায় আরও বলেন, ‘ইসরায়েল স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করব এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেব। এজন্য কারও অনুমতির প্রয়োজন নেই।’

উল্লেখ্য, যুদ্ধবিরতির দুই সপ্তাহ গড়ালেও, প্রায় প্রতিদিনই ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছে। অধিকাংশই এই হলুদ রেখার কাছে। ফলে খুব কম বাস্তুচ্যুত মানুষই ফিরে যেতে পারছেন আইডিএফ নিয়ন্ত্রিত ওই অঞ্চলে। এ পরিস্থিতিতে হলুদ রেখাটি ক্রমেই স্থায়ী সীমান্তে রূপ নিচ্ছে। এমনকি ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো একে ‘নতুন সীমান্ত’ বলেই উল্লেখ করতে শুরু করেছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথ-এর সামরিক প্রতিবেদক ইয়োয়াভ জিতুন লিখেছেন, ‘এই রেখা ভবিষ্যতে উচ্চ ও উন্নত প্রতিরোধ প্রাচীরে পরিণত হতে পারে, যা গাজাকে আরও ছোট করে ফেলবে, পশ্চিম নেগেভ মরুভূমিকে বড় করবে এবং সেখানে নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলার সুযোগ দেবে।’

শরণার্থী সংস্থা রিফিউজিস ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট জেরেমি কনিন্ডাইক বলেন, ‘এটা আসলে ধীরে ধীরে গাজা দখলের প্রক্রিয়া।’

প্রসঙ্গত, ট্রাম্পের প্রস্তাবে গত ১০ অক্টোবর গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী ইসরায়েল গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রাখবে বলে নির্ধারিত ছিল।

কিন্তু বিবিসির স্যাটেলাইট ছবি বিশ্লেষণ দেখা যায়, নতুন হলুদ ব্লকগুলো প্রস্তাবিত রেখার কয়েকশ মিটার ভেতরে বসানো হচ্ছে, যা আরও বেশি জমি দখলের ইঙ্গিত দেয়।

এখন স্পষ্টতই দেখা যাচ্ছে, গাজা ক্রমেই দ্বিখণ্ডিত হতে চলেছে। দুই বছরের টানা বোমাবর্ষণে ধ্বংসস্তূপে বেঁচে থাকা ২১ লাখ মানুষের এখন গাজার অর্ধেক অংশে গাদাগাদি করে আছেন।

আয়মান আবু মানদিল নামে এক গাজাবাসী বলেন, ‘যতটুকু শুনেছি, ওই হলুদ লাইন সালাহউদ্দিন সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে। গাজার এই প্রধান সড়কটি দক্ষিণ থেকে উত্তরে চলে গেছে।’

জানা গেছে ৫৮ বছর বয়সী, ৯ সন্তানের জনক মানদিলের বাড়ি আল-কারারার পূর্ব অংশে ছিল, যা এখন ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ-এর নিয়ন্ত্রণে।

তিনি বলেন, ‘ইসরায়েলি সেনারা সেখানে ক্রেন, ওয়াচটাওয়ার আর ট্যাংক বসিয়েছে। সবার চলাফেরা কড়া নজরদারিতে, কেউ কাছে গেলে গুলি চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা নিজের চোখে হলুদ সীমানা রেখা দেখিনি। কারণ, কেউ কাছে যাওয়ার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে লক্ষ্য করে গুলি করা হয়। কোয়াডকপ্টার ড্রোনগুলো বিন্দুমাত্র দ্বিধা করে না। মনে হচ্ছে, নিজের জমির দিকে হাঁটা এখন অপরাধ।’

পূর্ব খান ইউনিসের আবাসান আল-কবিরার বাসিন্দা সালাহ আবু সালাহ বলেন, ‘প্রতিবার বাড়ির দিকে যেতে চাইলে দেখি ধ্বংসস্তূপের তালিকায় আবার নতুন কোনও জায়গা যোগ হয়েছে। ট্যাংক, ড্রোন, আর্টিলারির গর্জন থামেনি। আমার ভয় হয়, সেনারা হয়ত সত্যিই নতুন সীমান্ত তৈরি করছে, যা আমরা আর কখনও পার হতে পারব না।’

বর্তমানে এই অবস্থায় গাজার অর্ধেক জনগণ এখনও ঘরে ফিরতে পারছেন না। নতুন করে আবার সবকিছু শুরু করার কথাও ভাবতে পারছেন না। যুদ্ধবিরতির যে আশা জেগেছিল, তা দ্রুত ম্লান হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই যুদ্ধাভিযানে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ ইসরায়েলকে জিম্মি করে।

তবে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ২৮০ জন নিহত হয়েছে।

তথ্য সূত্র: বিবিসি/দ্য গার্ডিয়ান

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা: ইনডিপেনডেন্ট

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

১৪ রানের পরাজয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৯৬৪, দুজনের মৃত্যু

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল