বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বস্তাভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার বিকালে পাঠানো  প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাতের অভিযানে আটকৃত মাদক ব্যবসায়ী হলেন, জেলার বিজয়নগর থানার সাতগাঁও এলাকার মৃত সাবেদ আলীর ছেলে মো: মুসা মিয়া(৩৯)।
এ ঘটনায় আলা দাউদপুর গ্রামের আরেক মাদক ব্যবসায়ী মো: জসিম মিয়া(৩৮) পলাতক
রয়েছেন।বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন রামপুর বাজারস্থ প্রদীপ ঘোষ এর ধানের আড়ৎ এর সামনের রাস্তায় মুসা মিয়ার মাথায় বহনকৃত চটের বস্তায় তল্লাশী করে ২০ (বিশ)
কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।  উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।