ওয়ানডে সিরিজও জিতল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সিরিজ।
বুধবার (১৯ নভেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কের ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ৩৪ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।
৩৪ ওভারে এই লক্ষ্য অনেক কঠিন হলেও তিন বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। জয়ের ভিতটা গড়ে দেন দুই ওপেনার রাচিন রাবিন্দ্রা ও ডেভন কনওয়ে। দুজন মিলে গড়েন ১০৬ রানের জুটি। ৫৬ রান করে আউট হন রাচিন।
ভালো কিছু করতে পারেননি উইল ইয়ং এবং মার্ক চাপম্যান। ১ রানের ব্যবধানে ১১ ও শূন্য রানে আউট হন এই দুই ব্যাটার। ফলে কিছুটা চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ১৩৬ রানে হারায় ৩ উইকেট।
দাপটের সঙ্গে খেলে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন কনওয়ে; কিন্তু শামার স্প্রিঙ্গার তা হতে দেননি। তাকে ৯০ রানে থামিয়ে দেন। ১৩ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। দলীয় ১৬৬ রানে তিনি ফেরেন সাজঘরে। ১১ রান করে দলীয় ১৯৪ মাইকেল ব্রেসওয়েল ফিরলে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড।
৩৪ ওভারের খেলায় শেষ ২৯ বলে ৫৪ রানের জয়ের কঠিন লক্ষ্য সামনে আসে স্বাগতিকদের। অধিনায়ক স্যান্টনার লক্ষ্য তাড়ায় উইকেটে থাকা টম লাথামকে সঙ্গী করেন। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থেকে জয় ছিনিয়ে আনেন অধিনায়ক। লাথামের ব্যাট থেকে আসে ৩৯ রান।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের ৬৯ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংসে ২৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে তিন ব্যাটার জ্যারেল অগাস্তে, জাস্টিন গ্রিভস ও রোমারিও শেফার্ডের ব্যাট থেকে। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ জেতা হয়নি উইন্ডিজের।, সঙ্গে হারতে হলো ওয়ানডে সিরিজও।
তবে দল হারলেও অসাধারণ এই ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন হোপ। কিউইদের হয়ে ৪২ রানে ৪ উইকেট নেন নাথান স্মিথ। ৩ উইকেট পাবন কাইল জেমিসন।











