বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি

news-image

পাঁচ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলগুলোর নেতারা।

৮ দলের নেতারা জানান, ৫ দফা দাবি থেকে তারা এখনও সরে আসেনি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা ৮ দল মানবেনা।

এ সময় তারা ৮ দলের পরিধি বাড়তে পারে বলেও ইংঙ্গিত দেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৫ দফা দাবি আদায়ের আন্দোলন একই সঙ্গে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফসহ অন্যান্যরা।