বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে তা-ব, রিমান্ড শেষে ৩৭ আসামী কারাগারে

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে তা-বের ঘটনায় একটি মামলায় ৩ দিনের রিমান্ড শেষে ৩৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক দেলোয়ার হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন শিশু ছিল। তাদেরকে নারী শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হলে বিচারক ৩ শিশুকে যশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেষ চন্দ্র। তিনি জানান, তা-বের ঘটনায় এ পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনকে রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতারকৃত সৈকত ও রবিউলকে আদালতে পাঠানো হয়েছে।