১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে এলো পাঁচ সন্তান
চট্টগ্রাম প্রতিনিধি : দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আনন্দে ভাসছে চট্টগ্রামের সাতকানিয়ার সুমন-এনি দম্পতির পরিবার। একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাড়ি ফিরেছেন তারা।
স্থানীয় সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম সুমনের স্ত্রী এনি আক্তার গত বৃহস্পতিবার একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দেন। এর মধ্যে তিনজন কন্যা ও দুজন পুত্র সন্তান।
চিকিৎসক সূত্রে জানা যায়, দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর প্রসূতি বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমির তত্ত্বাবধানে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (IUI) পদ্ধতির মাধ্যমে চট্টগ্রামের একটি বেসরকারি পিপলস হাসপাতালে পাঁচ নবজাতকের জন্ম হয়। জন্মের পর তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের আরেকটি বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ হসপিটালের এনআইসিইউতে ভর্তি করা হয়।
সেখানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক চিকিৎসাব্যবস্থার মাধ্যমে টানা চিকিৎসা চলতে থাকে। অবশেষে একে একে পাঁচ নবজাতক সুস্থ হয়ে ওঠে এবং চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে তারা পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছে।
পার্ক ভিউ হসপিটালের পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, ‘অভিজ্ঞ চিকিৎসক দল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং নিরবচ্ছিন্ন পরিচর্যার ফলেই পাঁচ নবজাতক সুস্থ হয়ে উঠেছে।’
প্রসূতি বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমি জানান, সঠিক সময়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে এমন জটিল ক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়া সম্ভব। সুমন-এনি দম্পতির পাঁচ সন্তানের সুস্থতা তারই উজ্জ্বল উদাহরণ।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এই দম্পতির ঘরে একসঙ্গে পাঁচটি শিশু জন্মগ্রহণ করে। প্রসবের পর অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হওয়ায় নবজাতকদের এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।











