রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৪৫টি ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ

news-image

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
সিলেট-৬ সংসদীয় আসনের বিয়ানীবাজার উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে থাকবে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা।

সূত্র জানায়, অতীতে ওইসব কেন্দ্রে কখনও গোলযোগ হয়েছে কিনা, কেন্দ্রটি কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ির আশপাশে কিনা, ভোটকেন্দ্রটি দুর্গম এলাকায় কিনা, কেন্দ্রের চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে কিনা বা অপরাধ করে দ্রুত পালিয়ে যাওয়ার আশঙ্কা কেমনÑ এসব বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন কর্মকর্তারা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, আসন্ন নির্বাচনের যারা স্টেকহোল্ডার, প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রের দায়িত্বে যত পুলিশ ফোর্স-অফিসার থাকবেন, সবার ট্রেনিং চলছে। ট্রেনিং হচ্ছে নির্বাচনের আগে আমাদের করণীয় কী, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পর সহিংসতা হলে তা মোকাবিলায় কী করা হবেÑ এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, নির্বাচন নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যাতে ভয়হীন পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে, সেভাবে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, নির্বাচনের সময় দায়িত্ব পালনে সমন্বয়ের কোনো বিকল্প নেই। প্রতিটি কেন্দ্রে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজারে ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এখানকার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে। সিলেট-৬ আসনের দুই উপজেলার একটি বিয়ানীবাজারের কোথাও অস্থায়ী ভোটকেন্দ্র নেই।

 

এ জাতীয় আরও খবর

ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প

শরীয়তপুরে আ.লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জোটে ইসলামী আন্দোলন না থাকাকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখছেন মামুনুল হক

তারেক রহমানের সঙ্গে ২ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণভোটে সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে আইনি বাধা নেই: আলী রীয়াজ

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

নুরের পক্ষে কাজ না করায় ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

২ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

ভারতকে ২৩৮ রানে অলআউট করল জুনিয়র টাইগাররা

মায়ের শাড়ির প্রথম ভাগীদার ফারিণ

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করল ইসি

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা