সমাধান ছাড়াই শেষ আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধবিরতি আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘকালীন যুদ্ধবিরতি সমঝোতা হয়নি প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের।তুরস্কের ইস্তানবুলে দ্বিতীয় দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুই সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায়। এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। যা ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ ছিল। এতে দুইপক্ষের শতাধিক মানুষ নিহত হয়।
এরপর গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ আলোচনায় বসে। তখন তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু দ্বিতীয় দফায় ইস্তাম্বুলে কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি তারা। এজন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশ।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখান থেকে কোনো ফল পাওয়া যায়নি। উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
দুটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতি একটি ধাক্কা। নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে দুই দেশ পৌঁছাবে এমন ধারণা করা হলেও তা হয়নি।











