আর্থিক চাপে আগেভাগেই সংশোধন হচ্ছে বাজেট
আবু আলী
সরকারি ব্যয়ের খাতের লাগাম টানতে না পারায় আর্থিক চাপ বেড়েছে সরকারের ওপর। আগের বছরের মতো চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে কৃচ্ছ্রসাধনের ঘোষণা দিলেও বাস্তবে তা করতে পারছে না সরকার। একদিকে বাড়ছে ভর্তুকির চাপ। অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির চাপ। বৈদেশিক ঋণ পরিশোধের চাপও প্রায় দ্বিগুণ হতে চলেছে।
এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়েও অগ্রগিত নেই। এর মধ্যেই আসছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। আবার সামনেই কিনতে হবে নির্বাচনী সরঞ্জাম। বাড়াতে হয়েছে পুলিশের ঝুঁকি ভাতা। অতীত সরকারের নেওয়া বিভিন্ন ঋণের সুদ আসল পরিশোধের চাপ তো আছেই। সব মিলিয়ে আর্থিক চাপে এক রকম দিশাহারা হয়ে পড়েছে সরকার। অর্থবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) শুল্ক ও কর আদায়ে ঘাটতি হয়েছে ৮ হাজার ৮৯৯ কোটি টাকা। এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-সেপ্টেম্বর সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৯৯ হাজার ৯০৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯১ হাজার ৫ কোটি টাকা। অর্থাৎ, সাড়ে প্রায় ৯ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম
বাজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যয়ের লক্ষ্য কমানোর কৌশল নিলেও বাস্তবে তা হচ্ছে না। বরং ব্যয়ের লক্ষ্য আরও বাড়াতে হচ্ছে। অবশ্য উন্নয়ন বাজেট কমিয়ে আনা হয়েছে উল্লেখযোগ্য হারে। সেখানে কমতির ওপর আরও ছুরি চালাতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হলে অতিরিক্ত অন্তত ৩ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। আবার সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণার কাজও চলমান। ফলে নিয়ম অনুযায়ী প্রতি বছর মার্চের দিকে বাজেট সংশোধন করা হলেও এ বছর অন্তত তিন মাস আগে ডিসেম্বরের মধ্যে বাজেট সংশোধন করা হবে। সে কাজ এরই মধ্যে শুরুও করেছে মন্ত্রণালয়গুলো।
জানা গেছে, চলতি অর্থবছরের মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ৪৩ হাজার ৫৩১ কোটি টাকা এবং ভাতা বাদ ৪১ হাজার ১৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মোট বেতন-ভাতা খাতে বরাদ্দ ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা। কিন্তু সরকারি চাকুদের কিছু বাড়তি আর্থিক সুবিধা দেওয়ার কারণে বেতন-ভাতা খাতের বরাদ্দ আরও বাড়াতে হতে পারে।
গত জুলাই থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে ২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। গত জুলাই থেকে পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে, যা অতিরিক্ত ১০০ কোটি টাকার ব্যয় বাড়াবে। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। তাঁরা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিও জানিয়েছেন। জাতীয়করণের জন্য বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব কারণে সরকারের ওপর আর্থিক চাপ প্রতিনিয়তই বাড়ছে।
এদিকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা সম্প্রতি দ্বিগুণ করা হয়েছে। বিদেশি মিশনে কর্মরতদের বৈদেশিক ভাতা ২০ থেকে ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া, বিদ্যুৎ খাতের বকেয়া ভর্তুকি হিসেবে ৬২ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বকেয়া ঋণ পরিশোধের চাপ তো রয়েছেই।
অর্থ বিভাগ সূত্র জানায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের ব্যয়ের অগ্রাধিকার খাত পুনর্নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে কোন কোন খাতে সাশ্রয় করা সম্ভব, তা চিহ্নিত করা হচ্ছে। এ ছাড়া উন্নয়ন বাজেটের পরিধি আরও ছোট করা হচ্ছে। আর্থিক খাতের সংস্কার, অতিরিক্তি আর্থিক চাপ, নির্বাচন, অর্থের জোগানে চাপ, সম্ভাব্য সাশ্রয় উপযোগী খাত চিহ্নিতকরণ এবং কৃচ্ছ্রসাধন নীতি কঠোরভাবে পরিপালনের জন্য আগাম বাজেট সংশোধন করা হচ্ছে বলে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ আমাদের সময়কে বলেন, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় বাজেট পুনর্বিবেচনার বিকল্প নেই। যদিও প্রতিবছরই বাজেট সংশোধন করা হয়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ জন্য সরকার আগেভাগে বাজেট সংশোধনের উদ্যোগ নিয়েছে। কারণ, অর্থনৈতিক কাঠামো ঠিক না হলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। অর্থের সংকট রয়েছে। এ জন্য বাজেট সংশোধনের বিকল্প নেই।











