বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তদন্ত ভিন্ন খাতে নিতে ঘাটে ঘাটে বাধা দেয় আসামিরা

news-image

শাহজাহান আকন্দ শুভ
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যের জট খুলতে তাঁর সাবেক স্ত্রী সামিরা হক, বন্ধু ডনসহ হত্যা মামলার ১১ আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে গতকাল পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা যায়নি। বাদীপক্ষের অভিযোগ, সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আসামিরা এ ঘটনাকে আত্মহত্যায় রূপ দিতে পুলিশের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করে। পাশাপাশি বাদীপক্ষকে ঘাটে ঘাটে বাধা দেওয়া হয়, যাতে মৃত্যুরহস্যের জট না খোলে। ১৯৯৭ সালে আসামি রেজভি আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেনি। তাঁকে হত্যা করা হয়েছে।’ কিন্তু তদন্ত কর্মকর্তা তখন তা আমলে নেননি। এ ছাড়া সালমানের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার অভিযোগের বিপক্ষে অনেক প্রশ্ন উত্থাপন করা হলেও সেসব আমলে নেয়নি পুলিশ। মামলা গ্রহণের পর ২৯ বছর আগের সেই একগুচ্ছ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন রমনা থানার তদন্ত কর্মকর্তা।

সালমান শাহের মৃত্যুর ঘটনায় গত ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা, ডনসহ অভিযুক্ত ১১ আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। আসামিদের মধ্যে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ছাড়া বাকি ১০ জনই দেশে আছে বলে সংশ্লিষ্টরা বলেছেন। এর মধ্যে সামিরা হক হত্যা মামলা রুজু হওয়ার দুই দিন আগেও একটি বিউটি পার্লার উদ্বোধন করেন। আর ২২ অক্টোবর থেকে সালমানের বন্ধু ডনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যাওয়ার পর পুলিশ যাদের সাক্ষী হিসেবে জবানবন্দি নিয়েছিল, তাদের ছাড়াও সন্দেহভাজন সবার বক্তব্য নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া চিত্রনায়িকা শাবনুরসহ চলচ্চিত্র জগতের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।

সালমান শাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার আমাদের সময়কে বলেন, সালমান শাহর মৃত্যুর রহস্য বের করতে যা যা করা দরকার, আমরা তাই করছি। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, এ জন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। আমরা আবার ঘটনাস্থল পরিদর্শন করেছি।

জানা গেছে, ১৯৯৭ সালে সালমান শাহর মায়ের ক্যান্টমেন্টের বাসায় ঢুকে আসামি রেজভী আহমেদ ওরফে ফরহাদ প্রয়াত নায়কের ছোট ভাইকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় রেজভী আহমেদ গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অপহরণ মামলা রুজু হয়। এই মামলায় রেজভী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইস্কাটন প্লাজার বাসায় সালমান শাহকে কীভাবে হত্যা করা হয়, তার বর্ণনা তুলে ধরে। কিন্তু সালমান শাহ অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তারা ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমলে না নিয়ে ‘আত্মহত্যা করেছে’ বলে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। ফলে সালমান শাহ মৃত্যুরহস্যের জট খোলা যায়নি। এ ছাড়া কয়েক বছর আগে আসামি রুবি ফেসবুক লাইভে এসে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ গতকাল আমাদের সময়কে বলেন, রাষ্ট্রপক্ষই চায়নি সালমান শাহ হত্যাকাণ্ডের রহস্য বের হোক। যে কারণে তারা ঘাটে ঘাটে বাদীপক্ষকে বাধা প্রদান করে। তারা আসামিপক্ষের হয়ে কাজ করেছে। তৎকালীন পিপি আব্দুল্লাহ আবু আসামির হয়ে কাজ করেছেন বলেও অভিযোগ এই আইনজীবীর।

মামলার বাদী আলমগীর কুমকুম আমাদের সময়কে বলেন, আমাদের অনেক প্রশ্ন আছে, সেসব প্রশ্নের উত্তর পুলিশকে খুঁজতে হবে। কেন বন্ধু হওয়ার পরও ডন সালমানের জানাজায় অংশ নেয়নিÑ এটা বড় প্রশ্ন। চার দিন হয়ে গেল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। তারা উচ্চ আদালত থেকে আগাম জামিনের চেষ্টা করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সামিরা ও ডনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, মৃত্যুর আগের কয়েক দিনের কলরেকর্ডগুলো তদন্তে নেই কেন? জানালার পর্দা ছেঁড়া ও জানালার গ্লাসে অসংখ্য আঙুলের ছাপ ছিল কেন? ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেট, এই সিগারেট সালমান শাহ খান না, তাহলে কে খেয়েছিল? সালমান মারা যাওয়ার পর কাজের ছেলে আবুল একটা চিরকুট দেয়। যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এটি সালমানের নিজের হাতের লেখা নয়। এই চিঠি আবুলের কাছে কে দিল। আবুলকে ধরলেই তা বেরিয়ে আসবে।

প্রয়াত নায়কের মা নীলা চৌধুরী বলেন, ছেলে মৃত্যুর খবর পেয়ে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে গিয়ে দেখেন অন্যদিনের চেয়েও বেশি পরিপাটি ছিল। এটা কীভাবে সম্ভব? ছেলের মৃত্যুর সাত-আট দিন পর একটা ছেলে আমায় ফোন করে বলে, আপনাদের ড্রয়িং রুম না হয় বেড রুমে একটা খাকি ব্যাগের মধ্যে ভাইয়া ৪০ লাখ টাকা তুলে রেখেছিল গুলশান ব্যাংক থেকে। ওই দিন বাদল খন্দকার তার সিনেমার সাইনিং মানি হিসেবে ২ লাখ টাকা দিয়েছিল। মোট ৪২ লাখ টাকা ভাইয়া আপনার এতিমখানার জন্য রেখেছেন। সেই টাকার ব্যাগতো আর পাইনি। সেই ব্যাগ কোথায় গেল? মৃত্যুর ২ মাস আগে বাড়ি থেকে ২০০ ভরি স্বর্ণ চুরির নাটকও করে সামিরা। সেই ২০০ ভরি স্বর্ণেরও হদিস নেই। ঘটনার দিন আমার ছোট ছেলের কাছে মাফ চেয়ে ঘর থেকে বেরিয়ে যায় সামিরা। এমন আচরণের অর্থ কী?

১৯৯৬ সালে সালমান শাহ মারা যাওয়ার পর তাঁর পরিবার থেকে অনেক প্রশ্ন তোলা হয়। যেসব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশকে বার বার অনুরোধ করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা পুলিশ, সিআইডি তা খুঁজে দেখেনি। পরবর্তীতে তদন্তের দায়িত্ব পাওয়া অন্য সংস্থাগুলোও কেন বিষয়গুলো খতিয়ে দেখেনিÑ সেটাও বড় প্রশ্ন। বাদীপক্ষের প্রশ্নÑ সালমানের দেহ ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী, বাবা-মা কিংবা পুলিশকে দেখানো হয়নি; আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ডলি বঁটি দিয়ে রশি কাটতে গেল; মৃত্যুর পর কেন সালমানের জিহ্বা বের হয়নি; সারারাত ব্যবহারের পর কীভাবে সালমানের শর্টস নতুন ধবধবে হয়; রশিতে ঝুঁলে পড়ার অনেকক্ষণ পরও কীভাবে মানুষের প্রাণ থাকতে পারে; কেন সালমানকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নেওয়া হয়নি; কেন তাঁকে মেঝেতে রেখে পানি ঢালা ও তেল মালিশ করা হয়েছিল; মৃত্যুর দিন ভোরবেলায় খালেক (সিকিউরিটি গার্ড) কেন বড় বড় তিন-চারটে লাগেজ নিয়ে গেল; মৃত্যুর আগের দিন রাতে ভাঙা ফ্যান এবং পরে উদ্ধারকৃত ভাঙা ফ্যানের রঙ এক নয় কেন; মৃত্যুর দিন সকালে সালমানের বাবার সঙ্গে তাঁকে দেখা করতে দেয়া হয়নি কেন; সালমানের বাবাকে সেদিন (৬ সেপ্টেম্বর) অনুমতি নিয়ে ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল কেন; অনুরোধ সত্ত্বেও সামিরা কেন লাশের সঙ্গে সিলেট যায়নি; সামিরার মা লুসি কেন মৃত্যুর দুই দিন আগে ঢাকায় এসেছিল; সালমানের সহকারী আবুল, কাজের মহিলা ডলি-মনোয়ারা কেন সামিরার বাবা-মার জিম্মায় ছিল; মৃত্যুর পর স্যুটকেসে ভেজা কাপড়, খালি অ্যাম্পুল, সিরিঞ্জ প্রাপ্তির রহস্য কী; মৃতদেহ মেঝেতে রেখে সামিরা কেন রুবির ফ্ল্যাটে গিয়ে গল্প করছিল; রাতে কেন বাইরে থেকে সিটকিনি আটকিয়ে ১/বি ফ্ল্যাটে সামিরা গিয়েছিল; সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন?

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান মারা যাওয়ার পর প্রথম দফা ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়Ñ মৃত্যুর কারণ আত্মহত্যাজনিত। সালমানের বাবা-মা এ রিপোর্টে সন্দেহ প্রকাশ করলে আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. নারগিস বাহার দ্বিতীয় দফা ময়নাতদন্ত সম্পন্ন করেন। কিন্তু দ্বিতীয় দফা ময়নাতদন্ত রিপোর্টে তিনি কোনো মন্তব্য করেননি। কেন তিনি কোনো মন্তব্য করেননি, তা এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা: ইনডিপেনডেন্ট

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

১৪ রানের পরাজয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৯৬৪, দুজনের মৃত্যু

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল