রাতে রিয়ালের মুখোমুখি বার্সা
স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আজ রোববার স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাতালানদের আতিথ্য দেবে লস ব্লাংকোসরা। যেখানে ম্যাচটি জয় দিয়েই পয়েন্ট টেবিল সুসংহত করতে চায় দুই দলই।
তবে বড় এই ম্যাচের আগে দুশ্চিন্তা বেড়েছে বার্সেলোনা শিবিরে। ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটে টানা পাঁচ ম্যাচ মিস করার পর গত বুধবার অনুশীলনে ফিরেছিলেন তিনি, ফলে ক্লাসিকোয় তার খেলার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনের সময় অসুস্থ বোধ করেন ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান, পরদিনও অনুশীলনে অংশ নেননি। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, রিয়ালের বিপক্ষে এই ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার।
বার্সা কোচ হান্সি ফ্লিকের জন্য এটি বড় ধাক্কা। কারণ চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন হুয়ান গার্সিয়া, রবার্ট লেভানডোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ডিফেন্ডার জুল কুন্দের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।
এদিকে ম্যাচের আগেই বিতর্কের জন্ম দিয়েছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তিনি রিয়াল মাদ্রিদকে ‘ধোঁকাবাজ’ আখ্যা দিয়ে বলেন, ‘তারা কেবলই অভিযোগ করে।’ তার এই মন্তব্যে ক্লাসিকোর আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রিয়াল কোচ জাভি আলোনসোর সংবাদ সম্মেলনেও বিষয়টি ওঠে এলেও তিনি বিতর্কে না জড়িয়ে সবাইকে ম্যাচে মনোযোগ দিতে বলেন।
গত মৌসুমে অবশ্য বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে টিকতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাই এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশনে নামছে গ্যালাকটিকোরা। আর চোট-সমস্যা পেরিয়ে মর্যাদার লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখছে ফ্লিকের বার্সেলোনা।











