নবীনগরে ঠিক কি কারনে বিএনপি নেতা গুলিবিদ্ধ, কোন ক্লু বের হয়নি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের হামলায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গুলিবিদ্ধ বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের হামলার ঘটনাটি গত ২৪ ঘন্টায় পুলিশ রাজনৈতিক বিষয়, আভ্যন্তরীণ বিষয়, না কোন মাদক সংশ্লিষ্ট বিষয় এর কোন রহস্য উদঘাটন করতে পারিনি। তবে ইতিমধ্যে নবীনগর পুলিশ তিনজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার রাতে ঘটনার পর পরই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও থানা গেইট প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবারও বেলা বারোটার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি নেতৃবৃন্দ। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সারে আটটার দিকে উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন এই বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল(৫২)। সে উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক সহ- সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের হয়ে কাজ করতেন। গুরুতর আহত মফিজুর রহমান মুকুলকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় বসুন্ধরা এবার কেয়ার হসপিটালে ( সাবেক পপুলার হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
পুলিশ, দলীয় নেতাকর্মী,স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মফিজুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে দিনভর উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলের রাজনৈতিক নির্বাচনী সমাবেশ শেষে রাতে ঘটনার কিছু সময় আগে উপজেলা সদরের ডাকবাংলো রোডস্থ সমবায় মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মুকুল পশ্চিমপাড়ায় তাঁর বাসায় রওনা হন। বাসার কাছাকাছি পৌঁছলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে পেছন থেকে ৩টি গুলি করে। দুটি গুলি তার পিঠে এবং একটি কোমরের নিচে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার চিৎকারে আশপাশের দোকানিরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্বৃত্তরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমানের পিঠে দুটি এবং কোমরের নিচে একটি গুলি লেগেছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, বসুন্ধরা এবার কেয়ার হসপিটালে ( সাবেক পপুলার হাসপাতাল) অপারেশন চলছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। অজ্ঞাত ব্যাক্তিরা পেছন থেকে গুলি করেছে। উনি (মুকুল) কাউকে দেখতে পাননি। তাছাড়া তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না। ঘটনার পর থেকে পুলিশের অভিযান শুরু হয়েছে। তিনজন ব্যক্তিকে আমরা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছি।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাককর্মীরা সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। শনিবারও বেলা বারোটার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি নেতৃবৃন্দ। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশিদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজীব আহসান চৌধুরী এই অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের দলের মাঝে রাজনৈতিক কোন দ্বন্দ্ব নেই, মুকুল অত্যন্ত শান্ত ও ভদ্র ছেলে,কারোর সাথে কোনদিন তার কোন দ্বন্দ্ব ছিল বলে শুনিনি। পুলিশকে দ্রুত সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।











