বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সফল হবে না: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হলেও জনগণ সচেতন থাকায় তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এ সময় মিত্র রাজনৈতিক দলের মধ্যাকার আসন ভাগাভাগি, গণমাধ্যমে প্রকাশিত দলের এককপ্রার্থীদের সবুজ সঙ্কেত দেওয়া সংক্রান্ত প্রতিবেদন, আামর বিএনপি পরিবারের কার্যক্রম ও সংগঠনের উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন রুহুল কবির রিজভী।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা মনে করি জনগণ সচেতন। সেখানে চক্রান্ত নীলনকশার কথা আমরা বলি। তার কিছু আলামতও আমরা পাচ্ছি। জনগণ যেহেতু সচেতন এবং সার্বক্ষণিক দৃষ্টি রয়েছে, ফলে ষড়যন্ত্রকারীরা তাদের ইচ্ছা বা ডিজাইন কোনোটা বাস্তবায়ন করতে পারবে না। হয়তো কিছুটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এর বাইরে ষড়যন্ত্রকারীরা অন্য কিছু করতে পারবে না। কারণ, সচেতন মানুষ অকিবহাল। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। ‘

গণমাধ্যমের খবর অনুযায়ী মিত্র রাজনৈতিক দলকে ৪০-৫০ আসন ছাড় দেওয়া হচ্ছে- এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এটা বসে ঠিক করা হবে। সংখ্যা নিয়ে কোনো কথাবার্তা হয়েছে, এমনটা আমার জানা নেই। ’

দলীয় প্রার্থীদের সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয় বলে তিনি বলেন, ‘অফিসিয়ালভাবে যখন ঘোষণা করা হবে, তখনই নিশ্চিতভাবে এটা বলা যাবে।’

‘আমরা বিএনপি পরিবার’, যে সংগঠনের প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এই সংগঠনের উদ্দেশ্য বা কার্যক্রম প্রসঙ্গে রুহুল রিজভী বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনে যারা পঙ্গুত্ববরণ করছেন, নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন সেই সব পরিবারকে সহায়তা করা, পাশে থেকে মেধাবীদের উৎসাহ দেওয়াসহ সামাজিক কার্যক্রম করাই এই সংগঠনের উদ্দেশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব চিন্তা থেকে এই সংগঠনের সৃষ্টি।’

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা: ইনডিপেনডেন্ট

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

১৪ রানের পরাজয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৯৬৪, দুজনের মৃত্যু

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল